‘১৫ কোটি রুপিতে কত ডলার?’, জেমিসনের বিস্ময়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 11:45 AM BdST Updated: 20 Feb 2021 12:19 PM BdST
-
সঙ্গিনী এমার সঙ্গে কাইল জেমসিন। ছবি : জেমিসনের ইনস্টাগ্রাম।
চেন্নাইয়ে যখন বৃহস্পতিবার দুপুরে আইপিএলের নিলাম শুরু হয়, নিউ জিল্যান্ডে তখন রাত সাড়ে ১০টা। কাইল জেমিসন ভেবেছিলেন, রাতে ঘুমিয়ে খবর নেবেন সকালে। বিছানায় গিয়েছিলেনও তিনি। কিন্তু ভেতরে কাজ করছে অস্থিরতা! মাঝরাতে উঠে বসলেন। চোখ রাখলেন ফোনে। রাত দেড়টার দিকে নিলামে নাম উঠল এই পেসারের। ক্রমেই তার চোখ ছানাবড়া। এত টাকা!
৭৫ লাখ রুপি ছিল জেমিসনের ভিত্তি মূল্য। ত্রিমুখি টানাটানির পর ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা পেসারকে ১৫ কোটি রুপিতে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন তিনি টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে।
এখনও পর্যন্ত মোটে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন জেমিসন। এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলো ছড়িয়েছেন মূলত টেস্টে। সেই তিনিই ঝড় তুললেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের নিলামে। নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যমে ২৬ বছর বয়সী পেসার বললেন, সবকিছুই তার জন্য বিচিত্র অভিজ্ঞতা।
“ সত্যি বলতে অবিশ্বাস্য অনুভূতি। ভেবেছিলাম রাতে ঘুমিয়ে যাব। কিন্তু মাঝরাতের দিকে উঠে বসি এবং ফোনে চোখ রাখি। জীবনে আর কখনও এরকম হবে কিনা কে জানে! তাই মনে এলো, পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেয়ে আলিঙ্গন করি ও উপভোগ করি। ওই ঘণ্টা দেড়েক সময়, নিশ্চিতভাবেই ছিল অদ্ভুত। ”
“ আমার নিলাম যখন চলছে, শেন বন্ড (নিউ জিল্যান্ডে বোলিং গ্রেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ) আমাকে ম্যাসেজ পাঠায়, ‘হাউ গুড ইজ দিস?’ আমার আসলে জানা ছিল না, ১৫ কোটি রুপি নিউ জিল্যান্ড ডলারে কত। এখনও চেষ্টা করছি ব্যাপারটি হজম করার।”
জাতীয় দলে চুক্তি থেকে বছরে তার পারিশ্রমিক দেড় লাখ নিউ জিল্যান্ড ডলারের মতো। আর একবারের আইপিএল থেকে তিনি পাবেন নিউ জিল্যান্ড ডলারে ২৮ লাখ ৬০ হাজারের কাছাকাছি!
অবিশ্বাস্য এই অঙ্ক দেখে উচ্ছ্বসিত জেমিসন ফোন করেন আপনজনদের।
“ প্রথমে আমার সঙ্গিনী এমাকে ফোন করি। ও ঘুমাচ্ছিল। ঘুম ভাঙিয়ে খবর দেই। তার পর বাবা-মাকে ফোন করি, তারা জেগেই ছিলেন।”
বিশাল অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে আসে পাহাড় সমান চাপও। আইপিএলে এরকম অঙ্ক পেয়ে চাপে ভেঙে পড়ার নজির আছে অনেক। তবে জেমিসন বেশ আত্মবিশ্বাসী।
“ সত্যি বলতে, খুব বেশি বদল হচ্ছে না আমার ভেতর। জানি, প্রত্যাশা অনেক থাকবে। তবে সেটা তো সবসময়ই থাকে। প্রথম ওয়ানডে, প্রথম টেস্ট, বিভিন্ন সিরিজে, সবসময়ই প্রত্যাশার চাপ থাকে। আমার নিজের ভেতরের চেয়ে হয়তো বাইরের চাপ বেশি থাকবে। আমার জন্য ব্যাপারটি হলো কীভাবে আমি শিখতে পারি, নিজেকে গড়তে পারি, দলের প্রয়োজনের সময় কাজটুকু কতটা করতে পারি।”
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা