শ্রীলঙ্কার বোলিং কোচের পদত্যাগ

শ্রীলঙ্কা ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্বে আর থাকছেন না ডেভিড সেকার। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এই অস্ট্রেলিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2021, 01:01 PM
Updated : 18 Feb 2021, 01:01 PM

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী সেকারের পদত্যাগের কথা জানায়। ২০১৯ সালের ডিসেম্বরে এই দায়িত্ব নিয়েছিলেন তিনি।

গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন অশান্থা ডি মেল। এবার সরে দাঁড়ালেন পেস বোলিং কোচ।

এর আগে বিভিন্ন দলের সঙ্গে নানা ভূমিকায় কাজ করেছেন সেকার। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত সফলতার সঙ্গে ইংল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার ওই মেয়াদে ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া যুক্তরাষ্ট্র দলের পেস বোলিং কোচ, বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন সেকার।