তৃতীয় টেস্টের দলে ফিরলেন বেয়ারস্টো-উড

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন জনি বেয়ারস্টো ও মার্ক উড। সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল এই দুই জনকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 01:27 PM
Updated : 16 Feb 2021, 01:27 PM

আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

ম্যাচটির জন্য মঙ্গলবার ১৭ সদস্যের দল দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সিরিজ শুরুর আগে প্রথম দুই টেস্টের জন্য ১৬ জনের দল দিয়েছিল ইংল্যান্ড। পরে চোট পেয়ে দুই টেস্ট থেকেই ছিটকে পড়েন জ্যাক ক্রলি। তিনিও আছেন গোলাপি বলের টেস্টের দলে।

ক্রিকেটারদের চাপ কমাতে অদলবদল করে খেলাচ্ছে ইংল্যান্ড। সেই প্রক্রিয়ায় শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলার পর বিশ্রামে পাঠানো হয় কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো ও পেসার উডকে।

এদিকে, আগামী দুই টেস্টে মইন আলিকে পাবে না ইংল্যান্ড। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরছেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।