অশ্বিনের অনন্য ‘ডাবল সেঞ্চুরি’

রবিচন্দ্রন অশ্বিনের ফুল লেংথ বল সুইপ করার চেষ্টায় বোল্ড হলেন স্টুয়ার্ট ব্রড। এই উইকেট নিয়ে ভারতীয় অফ স্পিনার গড়লেন অনন্য কীর্তি। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০০ বার বাঁহাতি ব্যাটসম্যানদের আউট করলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 01:34 PM
Updated : 14 Feb 2021, 01:50 PM

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন রোববার এই মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। শেষ ব্যাটসম্যান হিসেবে ব্রডকে ফিরিয়ে সফরকারীদের গুটিয়ে দেন তিনি ১৩৪ রানে। একই সঙ্গে পূর্ণ করেন পাঁচ উইকেট।

টেস্টে অশ্বিনের মোট উইকেট এখন ৩৯১টি। এর মধ্যে বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট ২০০টি। শতকরা হিসেবে ৫১.২ শতাংশ।

এই তালিকায় অশ্বিনের পরেই আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তার ৮০০ উইকেটের ১৯১টি বাঁহাতি ব্যাটসম্যানের। এরপর আছেন যথাক্রমে জেমস অ্যান্ডারসন (১৯০), গ্লেন ম্যাকগ্রা (১৭২), শেন ওয়ার্ন (১৭২)।

টানা দুই ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন ৬১ রানে। টেস্টে এই নিয়ে ২৯ বার তিনি নিলেন পাঁচ উইকেট। স্পর্শ করলেন ম্যাকগ্রাকে। তার ওপরে আছেন এখন আর ৬ জন। ৬৭ বার পাঁচ উইকেট নিয়ে চূড়ায় মুরালিধরন।