প্রিটোরিয়াসের রেকর্ডের ম্যাচে দ. আফ্রিকার জয়

ক্যারিয়ার সেরা বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন ডোয়াইন প্রিটোরিয়াস। বাকিটা সহজেই সারলেন ব্যাটসম্যানরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সহজেই হারিয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 04:46 PM
Updated : 13 Feb 2021, 05:44 PM

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে সফরকারীরা। পাকিস্তানের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ২২ বল বাকি রেখে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপে ধস নামানো প্রিটোরিয়াস ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট, হন ম্যাচ সেরা। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে এটাই সেরা বোলিং। আগের সেরা ছিল ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রায়ান ম্যাকলারেনের ৫/১৯।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতেই হারায় বাবর আজমকে। ম্যাচের দ্বিতীয় ওভারেই তাকে এলবিডব্লিউ করে দেন প্রিটোরিয়াস।

হায়দায় আলি, হুসাইন তালাত টিকেননি বেশিক্ষণ। ইফতিখার আহমেদকে নিয়ে প্রতিরোধ গড়েন প্রথম টি-টোয়েন্টির সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান। দারুণ এক স্লোয়ারে ইফতিখারকে ফিরিয়ে ৪৫ রানের জুটি ভাঙেন প্রিটোরিয়াস।

৩৯ বলে ফিফটি করা রিজওয়ানকেও পরে থামান তিনি। পাকিস্তানের কিপার-ব্যাটসম্যানের ৪১ বলে খেলা ৫১ রানের ইনিংসে ৬ চারে পাশে ছক্কা একটি।

খুশদিল শাহকে কট বিহাইন্ড করার পর মোহাম্মদ নওয়াজকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন প্রিটোরিয়াস।

শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিও ইনিংসে পাকিস্তান পায় দেড়শর কাছাকাছি পুঁজি। দুটি করে চার-ছক্কায় এই পেস বোলিং অলরাউন্ডার ১২ বলে অপরাজিত থাকেন ৩০ রানে।

রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে ইনসাইড এজে বাউন্ডারি পাওয়া ইয়ানেমান মালান বোল্ড হন পরের বলেই। নিজের পরের ওভারে এসে জন-জন স্মাটসকেও ফেরান পাকিস্তানি বাঁহাতি পেসার।

দ্রুত দুই উইকেট হারানো দলের হাল ধরেন রিজা হেনড্রিকস ও পিট ফন বিলিয়োন। দুইজনে গড়েন ৫৩ বলে ৭৭ রানের জুটি। মাঝে উসমান কাদিরের নো বলে স্টাম্পিং হয়েও বেঁচে যান ফন বিলিয়োন।

শেষ পর্যন্ত তাদের জুটি ভাঙেন কাদিরই। স্লগ সুইপ করে মিড-অনে ক্যাচ দেন হেনড্রিকস। তিনটি করে ছক্কা-চারে ৩০ বলে ৪২ রান করেন এই ওপেনার।

পরের ওভারে মোহাম্মদ নওয়াজ থামান ফন বিলিয়োনকে। তিনটি করে ছক্কা ও চারে তিনি ৩২ বলে করেন ৪২ রান। অভিজ্ঞ ডেভিড মিলার ও অধিনায়ক হাইনরিখ ক্লাসেনের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

সিরিজ নির্ধারণী ম্যাচে রোববার একই মাঠে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৪৪/৭ (রিজওয়ান ৫১, বাবর ৫, হায়দার ১০, তালাত ৩, ইফতিখার ২০, খুশদিল ১৫, ফাহিম ৩০*, নওয়াজ ০, উসমান ৪*; স্মাটস ৪-০-২০-০, প্রিটোরিয়াস ৪-০-১৭-৫, স্টুয়ারম্যান ২-০-২৮-০, সিপামলা ৩-০-২৯-০, ফেলুকওয়ায়ো ৩-০-৩১-১, শামসি ৪-০-১৬-১)।

দক্ষিণ আফ্রিকা: (লক্ষ্য ১৪৫) ১৬.২ ওভারে ১৪৫/৪ (মালান ৪, হেনড্রিকস ৪২, স্মাটস ৭, ফন বিলিয়োন ৪২, মিলার ২৫*, ক্লাসেন ১৭*; আফ্রিদি ৩-১-১৮-২, রউফ ২-০-২৬-০, নওয়াজ ৪-০-২৭-১, ফাহিম ২-০-১৭-০, উসমান ৪-০-৪৩-১, ইফতিখার ১.২-০-১৪-০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: ডোয়াইন প্রিটোরিয়াস