৩৫০ রানে চোখ উইন্ডিজের

মিরপুরের উইকেটে প্রথম ইনিংসে সাড়ে তিনশ ছাড়ানো রানকে ভালো সংগ্রহ মনে করছেন এনক্রুমা বনার। জশুয়া দা সিলভা ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে ততদূর নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 02:43 PM
Updated : 11 Feb 2021, 06:19 PM

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৩। বনার ৭৪ ও জশুয়া ২২ রানে খেলছেন।

বাংলাদেশের পেসার আবু জায়েদ জানান, ক্যারিবিয়ানদের তিনশ রানের নিচে থামাতে চান তারা। প্রথম দিন দারুণ দৃঢ়তা দেখানো বনারের তাকিয়ে সাড়ে তিনশ রানে।

“আমি আর জশুয়া এখনও টিকে আছি। কয়েকজন ব্যাটিংয়ে আসতে বাকি। যত বেশি সময় সম্ভব ব্যাটিং করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি, সাড়ে তিনশর বেশি যে কোনো রান এখানে ভালো সংগ্রহ।”

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল বনারের। ঢাকায়ও উইকেটে জমে গেছেন তিনি। দুই ম্যাচের পিচে এখন পর্যন্ত খুব একটা পার্থক্য দেখছেন না তিনি।

“আমার মনে হয়, এখানে বাউন্স একটু বেশি। তবে উইকেট একই রকম। তাই আমারও পরিকল্পনা একই ছিল। উইকেটের প্রকৃতির জন্য যত বেশি সম্ভব সামনের পায়ে খেলার চেষ্টা করেছি।”