ঢাকায় প্রত্যাশিত উইকেট পায়নি বাংলাদেশ

সিরিজ বাঁচানোর টেস্টে যেমন উইকেট চেয়েছিল তেমন না পাওয়ার কথা বললেন আবু জায়েদ চৌধুরি। এই পেসারের ধারণা, মিরপুরে স্পিনারদের প্রত্যাশিত টার্ন পেতে আরও অপেক্ষা করতে হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 02:41 PM
Updated : 11 Feb 2021, 06:19 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৩ রান।

স্পিন বোলিংয়ে প্রথম দিন ৬৪ ওভারে এসেছে ২ উইকেট। পেস বোলিংয়ে প্রাপ্তি ২৬ ওভারে ৩ উইকেট, এর দুটি নেওয়া আবু জায়েদ জানালেন, পিচে স্পিনারদের জন্য ছিল না খুব একটা সহায়তা।

“যেমন আশা করেছিলাম, উইকেট তেমন নয়। এখনও উইকেট ফ্ল্যাট আছে। আমার মনে হয়, আমরা যেমন আশা করেছিলাম, এই উইকেট তেমন না। আমরা যে টার্ন আশা করছি, সেটা পেতে সম্ভবত আরও সময় লাগবে এখানে।”

শুরুতে দ্রুত রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ঘণ্টাতেই উঠে যায় ৫৫ রান। দ্বিতীয় সেশনে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আবু জায়েদ মনে করেন, নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্যই পেয়েছিলেন সাফল্য।

“তখন আমরা রান বেঁধে রাখতে পেরেছিলাম। রানের গতিতে বাঁধ দিতে পারায় আমরা উইকেট নিতে পেরেছিলাম।”