৩ পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে টস ভাগ্যকে পাশে পেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। অনুমিতভাবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিলেন ব্যাটিং।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 03:31 AM
Updated : 11 Feb 2021, 03:31 AM

চট্টগ্রামে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ এনেছে তিনটি পরিবর্তন। চোটের জন্য ছিটকে যাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় এসেছেন সৌম্য সরকার। শুরুতে স্কোয়াডেই ছিলেন না বাঁহাতি এই ওপেনার। পরে এসে ঢুকে গেলেন দলেও। তরুণ ওপেনার সাইফ হাসান এই টেস্টেও থাকছেন দলের বাইরে।

ঊরুর চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশ ফিরিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। ঢাকাতেই গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি।  

ম্যাচের শুরুর আগের দিন পেসারদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক দুই জন পেসারের আভাস দিলেও স্বাগতিকরা খেলছে এক পেসার নিয়েই। দ্বিতীয় ইনিংসের বিবর্ণ বোলিংয়ে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন টেস্টে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সফলতম পেসার আবু জায়েদ চৌধুরি।   

২০১৭ সালের পর দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতার আশায় থাকা ওয়েস্ট ইন্ডিজ এনেছে একটি পরিবর্তন। অভিজ্ঞ কেমার রোচের জায়গায় ফিরেছেন তরুণ পেসার আলজারি জোসেফ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ তিন ম্যাচেই জিতেছে বাংলাদেশ। জয়ের ধারা ধরে রাখতে এবার হয়তো চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে তাদের।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।