মিরপুর টেস্টে নেই সাদমান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2021 12:26 PM BdST Updated: 10 Feb 2021 02:15 PM BdST
সাকিব আল হাসানকে চোটের কারণে হারানোর পর দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের জন্য আরেকটি বড় ধাক্কা। এবার নিতম্বের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলামও।
সাকিবের মতো সাদমানও চোট পেয়েছেন চট্টগ্রাম টেস্টে। ম্যাচের চতুর্থ দিনে ফিল্ডিংয়ের সময় বাজেভাবে পড়ে গিয়ে আঘাত পান। পরে কুঁচকিতেই টান লাগে তার। তবে নিতম্বের চোটই তাকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চোটের পর সাদমানের অবস্থা উন্নতির পথে থাকলেও পুরোপুরি সেরে উঠতে পারেননি এখনও। আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে।
কবজির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাদমান। টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ফিফটি।
সাদমানের চোট নিয়ে শঙ্কার কারণেই সাকিবের বদলী হিসেবে কোনো স্পিনার না নিয়ে আগেই দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।
সাদমান না থাকায় মিরপুর টেস্টের বাংলাদেশ একাদশে অন্তত দুটি পরিবর্তন এখন নিশ্চিত। সাদমানের জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন সাইফ হাসান ও সৌম্য সরকার। সাকিবের জায়গায় ব্যাটসম্যান খেলানো হবে নাকি বোলার, সেটি নিয়েও থাকবে কৌতূহল।
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
-
৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
-
দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ