সাদমানকে নিয়ে শঙ্কা, টেস্ট দলে সৌম্য
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2021 08:35 PM BdST Updated: 09 Feb 2021 08:36 PM BdST
চোট পেয়ে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। স্পিনিং অলরাউন্ডারের জায়গায় ব্যাটসম্যান দলে নেওয়ার কারণ, শঙ্কা আছে সাদমান ইসলামকে পাওয়া নিয়েও।
চট্টগ্রাম টেস্টে ঊরুতে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব। ওই টেস্টের শেষ দিনেই ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগে সাদমানের।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, বুধবার সিদ্ধান্ত হবে সাদমানকে নিয়ে।
“সাদমানের কুঁচকিতে চোট আছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। কালকে অবস্থা পরীক্ষা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, সাকিবের না থাকা আর সাদমানের চোট মিলিয়েই সৌম্যকে দলে নেওয়ার সিদ্ধান্ত।
“সাকিব তো নেই, সাদমানেরও একটু ইনজুরি আছে। এটা মাথায় রাখতে হয়েছে আমাদের। জরুরি প্রয়োজন হলে সৌম্য ওপেন করতে পারবে। এছাড়া টিম ম্যানেজমেন্ট যদি এক স্পেশালিস্ট পেসারের সঙ্গে সৌম্যকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাজে লাগাতে চায়, সেটিরও সুযোগ থাকছে।”
“চট্টগ্রাম টেস্টের শেষ দিনই আমরা সৌম্যর কোভিড পরীক্ষা করিয়ে রেখেছিলাম। এরপর থেকে আইসোলেশনে ছিল। তাই বায়ো-বাবলে ঢুকতে সমস্যা হবে না।”
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন সাদমান। তাকে না পেলে বাংলাদেশের জন্য সেটি হবে আরেকটি বড় ধাক্কা।
মিরপুর টেস্ট শুরু বৃহস্পতিবার থেকে। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ।
-
আসিথাকে বোল্ড করে নাঈমের পাঁচ
-
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু