মুমিনুলের ফর্মে উচ্ছ্বসিত ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2021 07:42 PM BdST Updated: 06 Feb 2021 07:42 PM BdST
টানা দুই টেস্টে সেঞ্চুরি? অনেকেই চমকে উঠতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের আগে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে এক বছর আগে। কজনেরই বা মনে আছে সেই টেস্টের মুমিনুল হকের সেঞ্চুরি! তবে কোচ তো আর এটি ভুলতে পারেন না। বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, মুমিনুলের এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে দলের উচ্ছ্বাসের কথাও জানালেন কোচ।
গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মিরপুরে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল। এরপর বাংলাদেশের সামনে ছিল আরও অনেক টেস্ট। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় একের পর এক ম্যাচ।
দল আর মুমিনুলের অপেক্ষার শেষ হয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে থিতু হয়েও বাজে শটে আউট হয়ে যান মুমিনুল। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই তার ব্যাটে আবার বেজে ওঠে বড় রানের সুর। প্রিয় মাঠে উপহার দেন ১১৫ রানের ইনিংস।
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম তিন টেস্টে মুমিনুলের ব্যাটিং পারফরম্যান্স ভালো ছিল না। তবে এই দুই টেস্টে শতরানে তিনি জানিয়ে দিলেন, নেতৃত্বের চাপে মানিয়ে নিতে শুরু করেছেন।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ কোচের প্রতিক্রিয়ায় উঠে এলো অধিনায়কের প্রশংসা।
“সে দুর্দান্ত খেলছে। পিঠা-পিঠি সেঞ্চুরি করল। গত মার্চে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিল। আজকে আরেকটি দারুণ সেঞ্চুরিতে সে ধারা ধরে রাখল। ম্যাচটি আমাদের জন্য দারুণভাবে তৈরি করে দিয়েছে সে। এই মুহূর্তে সে যেভাবে খেলছে, আমরা খুবই সন্তুষ্ট।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের