আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্যে সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই ফেরা সাকিব আল হাসান খেলতে পারেন আইপিএলের পরের আসরে। নিলামের জন্য সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্রিকেটারদের তালিকায় আছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2021, 03:01 PM
Updated : 5 Feb 2021, 03:01 PM

গত বৃহস্পতিবার শেষ হয়েছে ২০২১ আসরের জন্য নিবন্ধন। মোট ১০৯৭ ক্রিকেটার লিখিয়েছেন নিজের নাম। এতে সাকিবসহ আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

দীর্ঘ এই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজির আগ্রহ অনুযায়ী ক্রিকেটারদের নিলামে তোলা হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আইপিএলের আসছে আসরের নিলাম।

আইপিএলের সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপি। সাকিবের সঙ্গে এই তালিকায় আছেন কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম।

আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় গত আসরের আইপিএল খেলতে পারেননি সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তার চুক্তির মেয়াদও ছিল ২০২০ আসর পর্যন্ত। তাই সেবার তাকে ছেড়ে দেয় সানরাইজার্স।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছয় আসর,  সানরাইজার্সের হয়ে দুই আসর খেলেছেন সাকিব। টুর্নামেন্টে মোট ৬৩ ম্যাচ খেলে রান করেছেন ৭৪৬, উইকেট নিয়েছেন ৫৯টি।