নতুন চোটে সাকিবকে নিয়ে শঙ্কা

কুঁচকির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু নতুন চোটে তাকে নিয়ে জেগেছে নতুন শঙ্কা। ঊরুতে চোট পাওয়ার পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2021, 08:27 AM
Updated : 5 Feb 2021, 09:00 AM

টেস্টের দ্বিতীয় দিন বিকেলে নিজের বোলিংয়ে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে সাকিবের। তখন ধারণা করা হয়েছিল, চোট কুঁচকির। কিন্তু শুক্রবার দুপুরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাকিবের এই চোট বাঁ ঊরুতে।

চোটের কারণে টেস্টের তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি সাকিব। সকালে তার এমআরআই করানো হয়। স্ক্যানে নিশ্চিত হয় তার চোট।

বিসিবির মেডিকেল বিভাগ আপাতত সাকিবের চিকিৎসা চালিয়ে যাবে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে। তবে বাস্তবতা বলছে, এই টেস্টে তার বোলিং করার সম্ভাবনা সামান্য।

নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই টেস্টে ফেরেন সাকিব। ব্যাট হাতে খেলেন ৬৫ রানের ইনিংস। বল হাতে ৬ ওভার করার পর মাঠ ছাড়েন পায়ে অস্বস্তি নিয়ে।

সাকিবকে না পেয়ে বাংলাদেশের চার স্পিনারের আক্রমণ শুক্রবার রূপ নিয়েছে তিন স্পিনারে।

এই চোটের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নিজের বলে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। সেই দফায় কয়েকদিন বিশ্রামের পর অনুশীলনে ফিরে পরে এই ম্যাচে খেলার সবুজ সঙ্কেত পান তিনি।