মিরাজের সেঞ্চুরিতে বিশপের উচ্ছ্বাস

দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন দলকে। বয়সভিত্তিক ক্রিকেটের ধাপ পেরিয়ে রাঙিয়েছেন টেস্ট অভিষেক। এবার পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ। মেহেদী হাসান মিরাজের এই অর্জনে উচ্ছ্বসিত জনপ্রিয় ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2021, 04:15 PM
Updated : 4 Feb 2021, 04:15 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দারুণ এক সেঞ্চুরি উপহার দেন মিরাজ। এই অলরাউন্ডার আট নম্বরে নেমে খেলেন ১০৩ রানের অসাধারণ ইনিংস। বাংলাদেশকে এনে দেন বড় পুঁজি।

মিরাজ যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি নেতৃত্ব দিয়েছেন দুটি আসরে। ২০১৬ সালের আসরে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেবার বাংলাদেশ হয়েছিল তৃতীয়। তখন পর্যন্ত যা ছিল যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য।

সেই সময় থেকেই মিরাজকে চেনেন বিশপ। এবার এই অলরাউন্ডারের সেঞ্চুরিও দেখলেন কাছ থেকে। এই সিরিজে ধারাভাষ্য দেওয়া বিশপ টুইট বার্তায় জানিয়েছেন উচ্ছ্বাস।

“অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আরেকজন সদস্যকে খ্যাতি অর্জন করতে দেখা তৃপ্তির। তাকে দেশের জন্য নিজের খেলাকে মেলে ধরতে দেখাও আনন্দের। প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য অভিনন্দন মেহেদী হাসান মিরাজ।”