মিরাজের ‘টেনশনে’ মুস্তাফিজের ‘ভয়’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2021 08:40 PM BdST Updated: 05 Feb 2021 12:37 AM BdST
নিজের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় এক ব্যাটসম্যান। তখন যদি উইকেটে যান শেষ ব্যাটসম্যান, ভয় তার খানিকটা লাগার কথা বটে! আর সেঞ্চুরির কাছে থাকা ব্যাটসম্যান যদি হয় কাছের বন্ধু, তাহলে তো ভয়ের সঙ্গে রোমাঞ্চ-উত্তেজনা, সব অনুভূতি মিলিয়েই জট পাকানোর কথা ভেতরে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে উইকেটে যোগ দেওয়ার পর এমন অবস্থাই ছিল মুস্তাফিজুর রহমানের।
Related Stories
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির একটু আগে উইকেটে যান বাংলাদেশের ১১ নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজ। মিরাজ তখন অপরাজিত ৯২ রানে।
ব্যাটিংয়ে নামার পরের ওভারে অফ স্পিনার রাকিম কর্নওয়ালের তিনটি বল খেলতে হয় মুস্তাফিজকে। সেই চ্যালেঞ্জ তিনি সামাল দেন ভালোভাবেই। পরের ওভারেই বাউন্ডারি আর দুটি ডাবলসে মিরাজ পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর দিনের খেলা শেষে মিরাজ জানালেন, তার সঙ্গে ক্রিজে মুস্তাফিজের কথোপকথন।
“মুস্তাফিজ আমাকে বলে, ‘দোস্ত, আমার খুব ভয় লাগতেছে তোর টেনশনে। তোর ৯০ হয়ে গেছে, এখন যদি আমি আউট হয়ে যাই!’ কিন্তু আমি ওকে একটা কথাই বলেছি, ‘দোস্ত, এটা তোর হাতেও না, আমার হাতেও না। তুই তোর নরমাল ক্রিকেট খেল। যদি আমার কপালে থাকে, তাহলে ১০০ হবে। তুই চেষ্টা কর ভালোমতো খেলার।”
“আমি ওই মানসিকতা নিয়েই ছিলাম। আমার করতেই হবে, এটা আমি কখনও চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে, আল্লাহ যদি আমার কপালে রাখেন, তাহলে সেঞ্চুরি হবেই। এটার ওপরই অনেক বিশ্বাস করেছি।”
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস