ইনিংস বড় করতে না পারার আক্ষেপ সাদমানের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2021 07:36 PM BdST Updated: 03 Feb 2021 09:48 PM BdST
২৩৫ মিনিট উইকেটে বিচরণ। ১৫৪ বলের মুখোমুখি। প্রথম দিনে দলের সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খারাপ নয় সাদমান ইসলামের পারফরম্যান্স। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে এমন পারফরম্যান্সে ভালো লাগাও আছে তার। তবে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান অতৃপ্ত ইনিংসটি আরও বড় করতে না পারায়।
প্রথম দিন চা বিরতির একটু আগে আউট হন সাদমান। তার আউটের কয়েক ওভার আগে বিদায় নেন অধিনায়ক মুমিনুল হকও। অনেকক্ষণ দলকে টানলেও তাই সাদমানের আউটে বেশ বিপাকে পড়ে যায় দল।
দিন শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সাদমানের প্রতিক্রিয়ায় ফুটে উঠল স্বস্তি আর হতাশার মিশেল।
“অনেক দিন পর ফিরেছি। দল আমার কাছে যে আশা করেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আরেকটু বড় করতে পারলে ভালো হতো। আমি চেষ্টা করেছি দলের জন্য কিছু করতে।”
সাদমানের ব্যাটিং টেস্টের জন্য বেশি উপযোগী বলে এই সংস্করণেই মূলত তাকে ঘিরে বাংলাদেশ দলের পরিকল্পনা। তিনি নিজেও সেটা জানেন। তাই দলের বাইরে থাকার সময় নিজেকে শাণিত করার চেষ্টা করেছেন নিবিড় অনুশীলনে। পাশাপাশি দলের সঙ্গে অনুশীলন তো ছিলই। এসবের ফলই ফেরার টেস্টে মিলেছে, বললেন সাদমান।
“একটা সংস্করণে খেলতে হলে এসবের মুখোমুখি হতে হয়। আমি ওভাবেই মানসিকভাবে প্রস্তুত থেকেছি। আমার তো টেস্ট ক্রিকেট দিয়েই ফিরতে হতো। এজন্য চেষ্টা করেছি ফতুল্লায় গিয়ে অনুশীলন করে নিজেকে যেন প্রস্তুত রাখা যায় আর সুযোগ এলে যেন কাজে লাগানো যায়।”
“প্র্যাকটিস আমাদের খুব ভালো হয়েছে। ব্যাটে-বলে টাচ খুব ভালো ছিল। যে কারণে হয়তো পারফরম্যান্স বেরিয়ে এসেছে।”
এত লড়াইয়ের পর আউট হলেন যে শটে, সেটির দায় নিজেই নিলেন তিনি।
“ম্যাচে কোনো সমস্যা আমি অনুভব করছিলাম না। মিস হয়ে গেছে, ভুল শটে আউট হয়ে গেছি।”
যে সিদ্ধান্তে তিনি আউট হয়েছেন, সেটি অবশ্য ছিল ভুল। জোমেল ওয়ারিক্যানের বলে আম্পায়ার তাকে এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিয়ে ফিরে যান সাদমান। টিভি রিপ্লেতে দেখা যায়, বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। দিন শেষে অবশ্য জানান, স্টাম্পে লাগবে নিশ্চিত ছিলেন বলেই তিনি রিভিউ নেননি।
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
-
৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
-
দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
-
সঙ্কটময় শ্রীলঙ্কায় সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন