ফেরার ম্যাচে সাদমানের ফিফটি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2021 01:58 PM BdST Updated: 03 Feb 2021 09:04 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি দিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরু। তাদের বিপক্ষে আবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু হলো সাদমান ইসলামের ক্যারিয়ারের নতুন অধ্যায়। টেস্টে ফেরার ম্যাচেই দারুণ এক ফিফটি উপহার দিলেন বাঁহাতি এই ওপেনার।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে পঞ্চাশে পা রাখেন সাদমান। ১২৮ বল খেলে তিনি স্পর্শ করেন ফিফটি। তাতে ডট বল ছিল ঠিক ১০০টি, বাউন্ডারি ৬টি।
২০১৮ সালে মিরপুরে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই একমাত্র টেস্টে ৭৬ করেন সাদমান। এরপর ১০ ইনিংস খেলে ফিফটি ছিল না আর। আবার ওয়েস্ট ইন্ডিজকে পেয়েই করে ফেললেন আরেকটি ফিফটি।
২০১৯ সালে ভারত সফরের পর এটিই সাদমানের প্রথম টেস্ট। ব্যাটে রানের ঘাটতি তো ছিলই। সঙ্গে যোগ হয়েছিল চোট। সব মিলিয়ে গত বছর কোনো টেস্ট খেলতে পারেননি তিনি। এবার স্কোয়াডে ফিরলেও একাদশে জায়গা পাওয়া নিশ্চিত ছিল না ম্যাচের আগের দিনও। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন সাইফ হাসানও। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের আস্থা পান সাদমান। ভরসার প্রতিদানও দিলেন তিনি।
ম্যাচের প্রথম বলেই কেমার রোচের বলে বাউন্ডারি দিয়ে শুরু হয় সাদমানের যাত্রা। এরপর দু-একবার অস্বস্তিতে পড়লেও বেশির ভাগ সময় খেলেছেন স্বচ্ছন্দেই। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে দারুণ এক কাভার ড্রাইভে পৌঁছে যান ফিফটিতে।
এরপর ইনিংসটি অবশ্য আর বড় করতে পারেননি সাদমান। তাতে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত যেমন ছিল, দায় ছিল সাদমানের নিজের আর মুশফিকুর রহিমের। ৫৯ রানে তাকে এলবিডব্লিউ দেন অভিষিক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। মুশফিকের সঙ্গে আলোচনা করে রিভিউ নেননি সাদমান। টিভি রিপ্লেতে দেখা যায়, বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে।
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত