মুমিনুলের পাশে সাকিব-তামিমদের চান ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2021 08:26 PM BdST Updated: 01 Feb 2021 09:53 PM BdST
-
সাকিব-তামিমদের মুমিনুলের পাশে দেখতে চান ডমিঙ্গো।
-
মুমিনুলের ব্যক্তিত্ব ও ব্যাটসম্যানশিপে অগাধ আস্থা ডমিঙ্গোর।
আছে সংশয়, আছে প্রশ্ন। টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল হকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কম নেই। তবে নিজেকে গড়ে তোলার ও মেলে ধরার সময়টা তাকে দিতে চান রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের মতে, মুমিনুলের নেতৃত্বে উন্নতির জন্য সিনিয়র ক্রিকেটারদের সমর্থন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মুমিনুলের টেস্ট নেতৃত্ব পাওয়া ছিল দেশের ক্রিকেটের ঘোর এক সঙ্কটের সময় আপদকালীন ব্যবস্থা। ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরের ঠিক আগে সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর এলে মুমিনুলকে দায়িত্ব নিতে হয় হুট করেই।
ওই ভারত থেকে পরে চারটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি তিন টেস্টেই বাংলাদেশকে হারতে হয় যাচ্ছেতাই ভাবে। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির আগে হেরে যাওয়া ম্যাচগুলোয় তার নিজের পারফরম্যান্সও ছিল বাজে।
এরপর কোভিডের প্রকোপে পড়া বিরতিতে বন্ধ ছিল খেলা, মুমিনুলও নিজেকে তুলে ধরতে পারেননি আর। প্রায় ১ বছর পর বাংলাদেশ আবার যখন টেস্ট খেলতে নামছে, সাকিব ফেরার পরও বিসিবি আপাতত আস্থা রেখেছে মুমিনুলের ওপর। তবে যথারীতি এই নতুন শুরুতেও থাকছে কৌতূহল ও প্রশ্ন।
ডমিঙ্গোর মনে অবশ্য কোনো সংশয় নেই। চট্টগ্রামে সোমবার অনুশীলন শেষে বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন মুমিনুলের ব্যক্তিত্ব আর ব্যাটসম্যানশিপে তার ভরসার কথা।

মুমিনুলের ব্যক্তিত্ব ও ব্যাটসম্যানশিপে অগাধ আস্থা ডমিঙ্গোর।
“সে খুবই দল-কেন্দ্রীক, আমার মতে যা একজন ভালো নেতার মূল উপকরণ। সে যদি দলের প্রতি মনোযোগ দেয় ও দলের উন্নতির চেষ্টা করে, তার অবশ্যই সুযোগ আছে (অধিনায়ক হিসেবে ভালো করার)।”
নেতা মুমিনুলের গড়ে ওঠার এই পরিক্রমায় দলের তিন সিনিয়র ক্রিকেটারের বড় ভূমিকা দেখতে চান ডমিঙ্গো।
“মুমিনুলের অধিনায়কত্বের উন্নতিতে সিনিয়র ক্রিকেটারদের সমর্থনকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। দলের বেশ কজন ১০-১২ বছর ধরে খেলছে। সাকিব, তামিম, মুশফিকদের সহায়তা মুমিনুলের জন্য সর্বোচ্চ জরুরি। তারা ওকে বিকল্প দেখাতে পারে, নিদের্শনা দিতে পারে এবং পাশে থাকতে পারে, বিশেষ করে যখন পরিস্থিতি কঠিন।”
অধিনায়ক মুমিনুলের নতুন পরীক্ষা শুরু বুধবার থেকে। সেদিন থেকেই শুরু চট্টগ্রাম টেস্ট।
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)