অনিয়মিতদের স্পিনে আবারও ক্যারিবিয়ানদের ভোগান্তি

প্রথম ইনিংসের মতো প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অনিয়মিত স্পিনারদের সামনে খেই হারাল ক্যারিবিয়ান ব্যাটিং। তবে এবার তাদের একটা স্বস্তি, রান পেলেন জন ক্যাম্পবেল ও এনক্রুমা বনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2021, 12:07 PM
Updated : 30 Jan 2021, 12:07 PM

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৭৯। প্রথম ইনিংসে ৯৭ রানের লিড মিলিয়ে তারা এগিয়ে ২৭৬ রানে।

ওপেনার ক্যাম্পবেল খেলেন ৬৮ রানের ইনিংস। বনার দিন শেষে অপরাজিত ৮০ রানে।

এই দুজন ছাড়া ভালো করতে পারেননি অন্য কেউ। আগের দিন ৮৫ রানের ইনিংস খেলা অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবার ব্যাটিংয়ে নামেননি।

বিসিবি একাদশের অনিয়মিত স্পিনার সাইফ হাসান নেন ২ উইকেট, আরেক অনিয়মিত স্পিনার তৌহিদ হৃদয় ১টি। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারি লেগ স্পিনার রিশাদ হোসেন দেখা পাননি উইকেটের।

দিনের প্রথম ভাগে রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যানের স্পিন ভেল্কিতে বিসিবি একাদশ গুটিয়ে যায় ১৬০ রানেই। কর্নওয়াল নেন ৫ উইকেট, ওয়ারিক্যান ৩টি।

সুইপ করছেন জন ক্যাম্পবেল।

বড় লিডের পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারেই হারায় শেন মোজলিকে। সৈয়দ খালেদ আহমেদের গতিতে পরাস্ত বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন শূন্য রানেই।

দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাট করেন ক্যাম্পবেল ও বনার। ওভারপ্রতি চারের বেশি রান আসে এই জুটিতে। যথারীতি ক্যাম্পবেল খেলেন আগ্রাসী সব শট, বনার দেখান নিজের সামর্থ্যের ঝলক। বিসিবি একাদশের অধিনায়ক নুরুল হাসান সোহান অনিয়মিতদের বোলিংয়ে আনলে আরেকটু সহজ হয় ক্যারিবিয়ানদের কাজ।

১২৯ রানের এই জুটি ভাঙেন সাইফ। ৯৮ বলে ৯ চারে ৬৮ করে বাঁহাতি ক্যাম্পবেল ধরা পড়েন রিশাদের হাতে।

প্রথম ইনিংসের মতো এবারও প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্যারিবিয়ানদের মিডল অর্ডারের ভরসা জার্মেইন ব্ল্যাকউড। ৪ রানে তিনিও শিকার সাইফের।

এরপর কাইল মেয়ার্সকে এলবিডব্লিউ করে দেন হৃদয়। শেষ বিকেলে পেসার মুকিদুল ইসলাম উড়িয়ে দেন কাভেম হজের বেলস।

বনারকে অবশ্য ফেরাতে পারেননি কেউ। ফিফটিতে পা রাখেন তিনি মাত্র ৫১ বলেই। এরপর আরেকপ্রান্তে উইকেট পড়ার মিছিল দেখে তিনি মন দেন একপ্রান্ত আগলে রাখায়। দিন শেষে ১২ চারে তার রান ১৩১ বলে ৮০।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৭

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৭.৪ ওভারে ১৬০ (আগের দিন ২৪/০) (সাইফ ১৫, সাদমান ২২, নাঈম ৪৫, ইয়াসির ১, শাহাদাত ১৩, সোহান ৩০, হৃদয় ৭, আকবর ৫, মাহমুদুল ৪, রিশাদ ১*, খালেদ ০; রোচ ৭-৪-১৩-১, গ্যাব্রিয়েল ৮-২-৩০-০, কর্নওয়াল ১৬.৪-৩-৪৭-৫, জোসেফ ৭-০-৩১-১, মেয়ার্স ২-০-৬-০, ওয়ারিক্যান ৭-১-২৫-৩)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৮ ওভারে ১৭৯/৫ (ক্যাম্পবেল ৬৮, মোজলি ০, বনার ৮০*, ব্ল্যাকউড ৪, মেয়ার্স ৮, হজ ১৯, জশুয়া ০*; খালেদ ৬-০-১৬-১, মুকিদুল ৭-২-৩২-১, সাইফ ৯-১-৩২-২, রিশাদ ১৩-৩-৬১-০, শাহিন ৭-১-২২-০, হৃদয় ৬-০-১৬-১)।