‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 08:49 PM BdST Updated: 25 Jan 2021 09:50 PM BdST
টিম ম্যানেজমেন্টের সঙ্গে একান্ত আলোচনার পরই নিউ জিল্যান্ড সফরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানালেন সাকিব আল হাসান। দলের ভেতরের খবর বাইরে কীভাবে আসে, সেটা নিয়েও বেশ বিস্মিত এই অলরাউন্ডার।
৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ দিকে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে এই সফরে নাও যেতে পারেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যান অব দা সিরিজ হওয়ার পর সাকিবকে প্রশ্ন করা হলো নিউ জিল্যান্ড সফর নিয়ে। কৌতূহল মাখা হাসিতে সাকিব বললেন, সিদ্ধান্তের সময় হয়নি এখনও।
“ দেখুন এই বিষয় নিয়ে টেস্ট সিরিজের পর (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ভালোভাবে আইডিয়া করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে এত আসে, সেটাও জানি না। এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট ও আমার একান্ত মিটিং যখন হবে, তখনই হয়তো বোঝা যাবে।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। এর দিন দশেক পরই নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল।
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
-
তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
-
অনুশীলনে ফিরতে মুখিয়ে তামিম
-
আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
-
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই রশিদ
-
ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রেসকোথিক
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)