অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 06:31 PM BdST Updated: 25 Jan 2021 09:23 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগায় মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে আর মাঠে নামবেন না বাংলাদেশের অলরাউন্ডার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের রান তাড়ায় ৩০তম ওভারের ঘটনা সেটি। ওভারের চতুর্থ বলটি মিড অনের দিকে খেলেন জামার হ্যামিল্টন। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে একটি পদক্ষেপ বড় নেওয়ার সময় টান লাগে বাঁ কুঁচকিতে। তখনই মুখ খানিকটা বিকৃত করে ফেলেন সাকিব।
তখনও পর্যন্ত অস্বস্তি পুরোপুরি যায়নি। পরের বলটি করে আবার হাত দিয়ে কুঁচকিতে চেপে ধরে বসে পড়েন তিনি। মাঠে আসেন ফিজিও। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।
মাঠেই খানিকটা শুশ্রূষা শেষে ফিজিও সাকিবকে বলেন একটু দৌড়ে দেখতে। দৌড়াতে গিয়ে আবার অস্বস্তি অনুভব করেন বাংলাদেশের অলরাউন্ডার। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তখনই। ওভারটি শেষ করেন সৌম্য সরকার।
ম্যাচের প্রথম ভাগে ব্যাট হাতে ফিফটি করেন সাকিব। বল হাতে তখনও পর্যন্ত করেন ৪.৫ ওভার।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি পরে জানান, চোট কতটা গুরুতর, তা বুঝতে সময় লাগবে আরও।
“আজকের ম্যাচে আর সাকিব মাঠে নামছেন না। আপাতত পর্যবেক্ষণে রাখা হবে তাকে। পরে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ম্যাচ শেষে সাকিব নিজের চোট নিয়ে বলেন, "এই মুহূর্তে কুঁচকির অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখতে হবে কেমন লাগে। ২৪ ঘণ্টার আগে কিছু বলা কঠিন।"
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
-
তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
-
অনুশীলনে ফিরতে মুখিয়ে তামিম
-
আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
-
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই রশিদ
-
ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রেসকোথিক
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’