চেনা অস্ত্রে ঘায়েল হওয়ার আক্ষেপ উইন্ডিজ কোচের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 09:30 PM BdST Updated: 25 Jan 2021 12:03 AM BdST
-
প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনের জবাব খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা
চেনা মুখগুলোই করেছে ক্যারিবিয়ানদের সবচেয়ে বড় সর্বনাশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন প্রথম দুই ম্যাচে ভুগিয়েছে সফরকারী ব্যাটসম্যানদের। এতো জানাশোনা থাকার পরও এই দুই জনকে সামলাতে না পারায় আক্ষেপ ঝরল ওয়েস্ট ইন্ডিজের সহকারি কোচ রডি ইস্টউইকের কণ্ঠে।
৮ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। পরের ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়ে পুরস্কার জেতেন মিরাজ। এই দুই জনই প্রতিপক্ষের বেশ চেনা।
সাকিব খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন নিয়মিত। বয়সভিত্তিক দল থেকে মিরাজকে চেনে ক্যারিবিয়ানরা। সফরকারীরা আগে থেকেই জানত, এই দুই জনকে সামলানো হবে বড় চ্যালেঞ্জ। এরপরও তাদের স্পিনেই ঘায়েল হওয়ায় হতাশ ইস্টউইক।
“আমরা জানি, সাকিব কী করতে পারে। সিপিএলে এবং আমাদের বিপক্ষে অনেক বছর খেলেছে। দলের কেউ কেউ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে মিরাজকে চেনে। আমরা দুই জনকেই চিনি।”
“(তাদের সামলাতে) ক্রিজ ব্যবহার, প্রান্ত বদলের মতো কাজগুলোর জন্য আমাদের তৈরি থাকা দরকার ছিল। কিন্তু আমরা এই কাজগুলো করতে পারিনি।”
টানা দুই ম্যাচে দেড়শ রানের নিচে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কোনোটিতেই ব্যাট করতে পারেনি পুরো পঞ্চাশ ওভার। ব্যাটিং নিয়ে বাড়তি দুর্ভাবনায় আছে সফরকারীরা। চট্টগ্রামের উইকেট পরিস্থিতি পাল্টানোর আশা দেখাচ্ছে ইস্টউইককে।
“ঢাকার চেয়ে এখানকার পিচ ভালো মনে হচ্ছে। আমরা বড় স্কোর এবং ভালো ব্যাটিং কন্ডিশন আশা করছি।”
“ব্যাটিং নিয়ে তো অবশ্যই দুর্ভাবনা আছে। আমাদের স্বীকার করতে হবে, আমরা ব্যাটিংয়ে ভালো করিনি। জুটি গড়তে পারিনি, কোনো ধরনের ছন্দ খুঁজে পাইনি। নিয়মিত উইকেট হারিয়েছি। যে রান চেয়েছিলাম, তা করতে পারিনি। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট রান আমরা করতে পারিনি। পরের ম্যাচে এখানটায় আমাদের উন্নতি করতে হবে।”
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’