ওয়ানডে হেরে টেস্টের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2021 09:20 PM BdST Updated: 23 Jan 2021 10:01 PM BdST
-
শনিবার চট্টগ্রামে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি: উইন্ডিজ ক্রিকেট
দলে নতুন মুখের ছড়াছড়ি। আছে অভিজ্ঞরাও, গত কয়েক মাসে যারা টেস্ট খেলার মাঝেই আছে। এসবের ভিড়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের আশার পালে মূলত দোলা দিচ্ছে কঠিন কন্ডিশনে লম্বা সময় ধরে দল প্রস্তুতির মধ্যে থাকায়। তাই আসছে টেস্ট সিরিজ নিয়ে ভালো কিছুর আশা করছেন সিমন্স।
একই সময়ে ওয়ানডে দলের সঙ্গে বাংলাদেশে এসে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড। এই সংস্করণে অন্তত প্রস্তুতিতে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে তারা।
সবশেষ বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার স্বাগতিকদের স্পিন চতুষ্টয়ের জবাব খুঁজে পায়নি তারা। এবার ওয়ানডেতেও স্পিনে ভুগছে দলটি। তারওপর করোনাভাইরাস আতঙ্কে সফরে আসেননি নিয়মিতদের অনেকে। এরপরও টেস্টে ভালো কিছু আশা করছেন সিমন্স। কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারলেন ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউডরা, তিন দিনের প্রস্তুতি ম্যাচে দেখে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ কোচ।
“ওয়ানডে দলে থাকা পাঁচ জন ছাড়া ১০ জন নিজেদের খেলা নিয়ে কঠোর পরিশ্রম করছে। ওরা কোন পর্যায়ে আছে সেটা প্রস্তুতি ম্যাচে দেখতে পারব।”
ঢাকায় টানা দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খোয়ানো ওয়েস্ট ইন্ডিজ এখন চট্টগ্রামে। তৃতীয় ওয়ানডেতে খেলার পর এখানেই হবে প্রথম টেস্ট। এক সংস্করণে ব্যর্থতার পর আরেক সংস্করণের দিকে আগ্রহ ভরে তাকিয়ে আছেন সিমন্স।
“যে কন্ডিশন আর যে পরিবেশে আমরা আছি এখানে ক্রিকেট খেলতে হলে মানসিকভাবে খুব দৃঢ় হতে হবে। আমরা দেখব অমন দৃঢ়তা কার কার আছে, কে বা কারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। নতুন কয়েক জন আছে এখানে, কয়েক জনের অভিষেক হতে পারে। দেখা যাক, কে এই চ্যালেঞ্জ নিতে পারে এবং কারা দুই টেস্টের সিরিজে ভালো করে।”
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী সোমবার হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের