‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 08:42 PM BdST Updated: 21 Jan 2021 09:15 PM BdST
৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। বেশ ভালো বোলিং ফিগার। তবে খুব আলোচনার মতো কিছু নয়। এমন বোলিং তো মুস্তাফিজুর রহমানের কাছ থেকে প্রত্যাশিতই! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার বোলিংয়ে তবু মিশে থাকল বাড়তি উচ্ছ্বাস আর আশার উপকরণ। অনেক আলোচনা আর অপেক্ষা শেষে, হা-হুতাশের অনেক প্রহরের পর অবশেষে আভাস মিলছে, ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে আনা রপ্ত করতে শুরু করেছেন এই বাঁহাতি পেসার।
প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের ২ উইকেটের প্রথমটি ছিল এই ডেলিভারিতেই। ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিই পিচ করে ভেতরে ঢোকে খানিকটা। তাতে এলবিডব্লিউ সুনিল আমব্রিস। পরে আরও কয়েকটি ডেলিভারি ছিল প্রায় এই ধরনের।
ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজের বড় অস্ত্র তার কাটার। আর ডানহাতি ব্যাটসম্যানের জন্য বেরিয়ে যাওয়া বল তার সহজাত ডেলিভারি। সময়ের সঙ্গে তার বোলিং নিয়ে হতাশার বড় কারণ ছিল, কার্যকর নতুন কিছু যোগ করতে না পারা। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরে ঢোকা ডেলিভারি না থাকায় তার বোলিং হয়ে পড়েছিল অনেকটাই অনুমিত। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকতে হওয়ায় এটি রপ্ত করার কাজ করতে পারেননি তিনি। পরে ফিট হওয়ার পরও দেখা যায়নি এখানে উন্নতি।
ওটিস গিবসন বোলিং কোচ হয়ে আসার পর শুরু থেকেই বলে আসছেন, এই ডেলিভারি মুস্তাফিজের অস্ত্র ভাণ্ডারে যোগ করার কথা। কাজ করে আসছেন বলে জানিয়েছেন নানা সময়ে। এবার কাজের ফল পাওয়ার ইঙ্গিত মিলল। এখনই দারুণ কিছু হয়ে যায়নি, নিয়মিত করানোর মতো অবস্থা হয়নি হয়তো। তবে ইঙ্গিতটা শুভ।
এবারই প্রথম অবশ্যই নয়। ২০১৫ সালের জিম্বাবুয়ে সিরিজে, পরে নানা সময় টুকটাক ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে আনতে পেরেছেন মুস্তাফিজ। তবে কোনোবারই ঠিক মনে হয়নি, এই ডেলিভারি তার আয়ত্ত হয়েছে। তার কব্জির পজিশন ছিল এটির পথে বড় অন্তরায়।
গিবসন বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে জানালেন, কব্জির পজিশন নিয়ে কাজ করাতেই এখানে উন্নতির ছাপ মিলছে।
“সে (মুস্তাফিজ) অনেক পরিশ্রম করেছে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো, বেশ আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার (ডানহাতি ব্যাটসম্যানের জন্য) জন্য, তার কব্জির পজিশন নিয়ে আমরা নানা কিছু করার চেষ্টা করেছি। সে এর মধ্যেই দেখিয়েছে যে তার কব্জির পজিশন ঠিক জায়গায় থাকলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করি, সে আরও ভালো করবে। এখান থেকে উন্নতি করবে এবং সামনের ম্যাচগুলোয় ভেতরে ঢোকা বল আপনারা আরও দেখতে পারবেন।”
-
এশিয়া কাপ পেছানোর ভাবনা
-
নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
-
জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
-
শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক মুডি
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথিউস
-
টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
-
তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
-
ইয়াসিরের ৮ রানের আক্ষেপ, তানভিরের ৩ উইকেট
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন