ব্রডের জায়গায় ফিরলেন অ্যান্ডারসন

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের ইংল্যান্ড একাদশে ফিরেছেন প্রথম ম্যাচে না খেলা জেমস অ্যান্ডারসন। স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়ে অভিজ্ঞ এই পেসারকে খেলাচ্ছে সফরকারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 12:20 PM
Updated : 21 Jan 2021, 12:20 PM

গলে শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এর আগের দিন বৃহস্পতিবার একাদশ ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের একাদশ থেকে কেবল এই একটি পরিবর্তনই এনেছে তারা।

কদিন পরেই ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সফরকে সামনে রেখে পেসারদের চাপ কমাতে অদল-বদল করে খেলানোর কথা আগেই জানিয়েছিল তারা। দুই অভিজ্ঞ পেসার ব্রড-অ্যান্ডারসনের এই পরিবর্তন সেই প্রক্রিয়ারই অংশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ বোলিং করেন ব্রড। প্রথম ইনিংসে নেন ২০ রানে ৩ উইকেট। পরের ইনিংসে অবশ্য উইকেট পাননি, তবে ১৭ ওভার করে মেডেন নেন ১১টি।

ওই ম্যাচে ২৭ ওভার করে উইকেট না পাওয়া মার্ক উডকে আরেকটি সুযোগ দিয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: ডম সিবলি, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, জস বাটলার (কিপার), স্যাম কারান, ডমিনিক বেস, জ্যাক লিচ, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।