তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 08:46 PM BdST Updated: 20 Jan 2021 09:37 PM BdST
বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে তামিম ইকবালের যাত্রা শুরু হয়েছে জয় দিয়ে। তবে এখনই তার অধিনায়কত্ব নিয়ে কথা বলতে চান না সাকিব আল হাসান। তামিমের নেতৃত্বের বিচার করতে বললেন তিনি এক বছর পর।
Related Stories
২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে মাশরাফি বিন মুর্তজার চোটে তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। বাংলাদেশ হেরেছিল সবকটিতে। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে শুরুটা দারুণভাবেই করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার দল জিতেছে ৬ উইকেটে। ৪৪ রানের ইনিংস খেলে ব্যাট হাতে অবদানও রাখতে পেরেছেন কিছুটা।
বাংলাদেশের বোলিং ইনিংসে তার অধিনায়কত্ব ছিল চোখে পড়ার মতোই। বোলিং পরিবর্তনগুলো ছিল বেশ ভালো। মাঠ সাজানোয়ও তাকে মনে হয়েছে যথেষ্ট আগ্রাসী। যদিও প্রতিপক্ষ খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচে প্রথম থেকে তারা চাপে পড়ায় অধিনায়ক তামিমের কাজ হয়েছে সহজ। তারপরও তামিমের শুরুটায় আশার ছবি দেখাই যায়।
অধিনায়ক তামিমের জয় দিয়ে শুরু হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে ৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হলো প্রথম ম্যাচে তামিমের নেতৃত্ব নিয়ে। ৫০ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার বললেন, এটি নিয়ে বলার সময় হয়নি এখনও।
“দেখুন কাউকে আপনি এক ম্যাচে বিচার করবেন না। ভালো করেছে সে। এক বছর যেতে দেন। তারপর এই প্রশ্ন করতে পারেন।”
-
এশিয়া কাপ পেছানোর ভাবনা
-
নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
-
জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
-
শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক মুডি
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথিউস
-
টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
-
তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
-
ইয়াসিরের ৮ রানের আক্ষেপ, তানভিরের ৩ উইকেট
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন