উইকেট অনুযায়ী নিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 07:07 PM BdST Updated: 20 Jan 2021 09:40 PM BdST
-
তিন নম্বরে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ছবি: আইসিসি
মাত্র ১২২ রান তাড়া করতে খেলতে হলো প্রায় ৩৪ ওভার। হারাতে হলো চার উইকেট। ব্যাটিংয়ে সাদামাটা পারফরম্যান্সের জন্য উইকেটকেই দায় দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের মতে, কন্ডিশনের জন্য ব্যাটিং হয়ে গিয়েছিল কঠিন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক তামিম জানান, কন্ডিশনের আচরণ বুঝে পরিস্থিতি অনুযায়ী ঠিক ব্যাটিংটাই করেছেন তারা।
“ব্যাটিংয়ের জন্য এটা ছিল কঠিন উইকেট। চাইলেও এখানে আগ্রাসী শট খেলা সম্ভব নয়। প্রথম যখন উইকেট দেখেছিলাম, খুব ভালো মনে হয়েছিল। সারাদিন সূর্যের দেখা মেলেনি। তাই কাউকে দোষ দেওয়া যাবে না। এই ধরনের উইকেটে গিয়েই শট খেলা সম্ভব নয়। যারাই ব্যাটিং করেছে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে।”
ক্যারিবিয়ানদের ১২২ রানে থামিয়ে আসল কাজটা সেরে রাখেন বোলাররা। গত বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নামা সাকিব মাত্র ৮ রানে নেন ৪ উইকেট। অভিষেকে আলো ছড়ানো হাসান মাহমুদ ৩ উইকেট নেন ২৮ রানে। শুরুতে দুই ওপেনারকে ফিরিয়ে সুর বেঁধে দেন মুস্তাফিজুর রহমান।
“আমরা খুব ভালো বোলিং করেছি। মুস্তাফিজ খুব ভালো শুরু করেছিল। রুবেলও খারাপ করেনি। হাসান খুব ভালো বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব ছিল দুর্দান্ত, মিরাজও ভালো করেছে।”
-
ফিঞ্চ ঝড়ের পর বোলারদের দাপটে সমতায় অস্ট্রেলিয়া
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
-
স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
-
৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
-
স্পিনারদের দাপটে দুইশ পেরিয়েই শেষ ইংল্যান্ড
-
পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত
-
ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি