কোহলিকে টপকে তিনে লাবুশেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 04:42 PM BdST Updated: 20 Jan 2021 04:42 PM BdST
-
ব্রিজবেন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর মার্নাস লাবুশেন।
ব্রিজবেন টেস্টে দারুণ ব্যাটিং পারফরম্যান্সের প্রভাব পড়েছে মার্নাস লাবুশেনের র্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে তিনে উঠেছেন এই অস্ট্রেলিয়ান।
ওই ম্যাচেই দলকে জেতানো ইনিংস খেলে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ভারতের রিশাভ পান্ত। শীর্ষ পাঁচে ফিরেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ টেস্ট ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট শেষে বুধবার র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। প্রথম ইনিংসে ১০৮ রান করা লাবুশেন ছাড়িয়ে গেছেন নিজের আগের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট ৮৭৮।
বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের পর থেকে ছুটিতে থাকা কোহলি হারিয়েছেন আরও ৮ রেটিং পয়েন্ট। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ভারত অধিনায়ক আছেন চারে।
গ্যাবায় ভারতের রেকর্ড গড়া জয়ে বড় অবদান পান্তের। শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ে ৮৯ রানের অপরাজিত ইনিংসে দলকে ম্যাচ জেতানোর পাশাপাশি জিতিয়েছেন সিরিজও।
এমন পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে জায়গা করে নেওয়া পান্ত কিপার-ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে। তার পরে ১৫তম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
গলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিশদের ৭ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখা রুট এগিয়েছেন ৬ ধাপ। এখন তার রেটিং পয়েন্ট ৭৩৮, গত দুই বছরে যা তার সর্বোচ্চ। প্রথম ইনিংসে ২২৮ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেওয়া ইংলিশ অধিনায়ক এখন র্যাঙ্কিংয়ে পাঁচে।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দুটি স্থানে আগের মতোই যথাক্রমে কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ।
র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ব্রিজবেনে দ্বিতীয় ইনিংসে ৯১ করা শুবমান গিল, গলে সেঞ্চুরি করা লাহিরু থিরিমান্নে, ফিফটি করা কুসল পেরেরা। অধিনায়ক হিসেবে হতাশার সময় কাটা টিম পেইনও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই; যথাক্রমে আছেন প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড ও নিল ওয়্যাগনার। চার নম্বর উঠেছেন জশ হেইজেলউড। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৬ উইকেট নেওয়া এই অস্ট্রেলিয়ান পেসার পেছনে ফেলেছেন নিউ জিল্যান্ডের টিম সাউদিকে।
রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ এক ধাপ করে এগিয়েছেন। তবে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ সিরাজ। ৩২ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন ইনিংসে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেওয়া ভারতীয় এই পেসার।
গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের সুবাদে জ্যাক লিচ আছেন ৪০তম স্থানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ইংলিশ স্পিনার ডমিনিক বেস ১৭ ধাপ এগিয়ে আছেন ৫০তম স্থানে।
ইংল্যান্ডের স্যাম কারান, শ্রীলঙ্কার লাসিথ এম্বুলদেনিয়া ও আসিথা ফার্নান্দোরও উন্নতি হয়েছে বোলারদের র্যাঙ্কিংয়ে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বেন স্টোকস। ব্রিজবেন টেস্টে না খেলা রবীন্দ্র জাদেজাকে তিনে নামিয়ে দুইয়ে জেসন হোল্ডার। চারে আগের মতোই সাকিব
আল হাসান।
-
ফিঞ্চ ঝড়ের পর বোলারদের দাপটে সমতায় অস্ট্রেলিয়া
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
-
স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
-
৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
-
স্পিনারদের দাপটে দুইশ পেরিয়েই শেষ ইংল্যান্ড
-
পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত
-
ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি