মিরপুরে ২৬০-২৬৫ রান চায় উইন্ডিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2021 11:12 PM BdST Updated: 19 Jan 2021 11:12 PM BdST
-
অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। ছবি: উইন্ডিজ ক্রিকেট
মিরপুরের পিচে খুব একটা রান আশা করছে না ওয়েস্ট ইন্ডিজ। আড়াইশ রানের আশেপাশে থাকলেও জোর লড়াই সম্ভব, ধারণা সফরকারীদের। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে স্কোরবোর্ডে ২৬০-২৬৫ রান তোলার লক্ষ্য অধিনায়ক জেসন মোহাম্মদের।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হবে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হবে ক্যারিবিয়ানদেরও।
করোনাভাইরাস শঙ্কায় বাংলাদেশে আসেনি ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক নিয়মিত সদস্য। ব্যক্তিগত সমস্যার জন্য নেই দুই জন, চোটের জন্য ছিটকে গেছেন আরেক জন। খর্ব শক্তির দলটি অনুপ্রেরণা খুঁজছে চোট জর্জর ভারতের অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় থেকে।
“আমরা এমন কিছুর দিকেই তাকিয়ে আছি। এটা নির্ভর করছে, আমরা সেদিন কেমন খেলি এর উপর। অবশ্যই অনেকের অভিষেক হবে। যখন কেউ নিজের উপর আস্থা রাখে, দলের উপর আস্থা রাখে, তখন এই ধরনের কিছু অর্জন করা সম্ভব।”
দেশের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড দারুণ। ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতেছে সবশেষ দুই সিরিজ। মোহাম্মেদ জানেন, এখান থেকে জিতে ফেরা হবে ভীষণ কঠিন। তবে স্কোরবোর্ডে যথেষ্ট রান থাকলে না পারার কোনো কারণ দেখছেন না তিনি।
“এই মাঠে গড় স্কোর ২৬০-২৬৫ রানের মতো। যদি আগে ব্যাটিং করি, অবশ্যই আমরা এই রান তোলার চেষ্টা করব। আর আগে বোলিং করলে এর চেয়ে কম রানে থামানোর চেষ্টা করব। যেন আমাদের রান তাড়া কিছুটা সহজ হয়।”
-
ফিঞ্চ ঝড়ের পর বোলারদের দাপটে সমতায় অস্ট্রেলিয়া
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
-
স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
-
৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
-
স্পিনারদের দাপটে দুইশ পেরিয়েই শেষ ইংল্যান্ড
-
পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত
-
ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ