ভারত টেস্ট দলে ফিরলেন ইশান্ত-পান্ডিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2021 10:59 PM BdST Updated: 19 Jan 2021 11:32 PM BdST
-
ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দিনই পরের সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে ফিরেছেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
মঙ্গলবার ঘোষিত ১৮ সদস্যের দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল। ছুটি পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পর দেশে ফেরা নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি অনুমিতভাবেই ফিরেছেন দলে।
ভারত টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।
স্ট্যান্ড বাই: শ্রীকর ভারত, অভিমন্যু ইশ্বরন, শাহবাজ নাদিম, রাহুল চাহার, প্রিয়াঙ্ক পাঞ্চাল।
গত আইপিএলে পাওয়া পেশির চোটে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি ইশান্ত। চোট কাটিয়ে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কয়েকটি ম্যাচে খেলেছেন ৩০০ টেস্ট উইকেটের সামনে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ এই পেসার।
কিছুদিন আগে বাবা হারানো পান্ডিয়া ১১ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে, সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে খেলেছিলেন তিনি।
ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা আকসার প্যাটেল এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৯টি। উইকেট ১৩৪টি।
স্ট্যান্ডবাই ও নেট বোলার হিসেবে রাখা হয়েছে পাঁচ জন করে।
আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে পরের টেস্ট শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন