২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন তামিম?
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2021 07:05 PM BdST Updated: 19 Jan 2021 07:08 PM BdST
পরিকল্পনার পালা চলছে, নানা ছক কাটা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে দল গুছিয়ে নেওয়া হচ্ছে নতুন ভাবে। গোছানো দলের একটি বড় বৈশিষ্ট্য লম্বা সময় দায়িত্বে থাকা থিতু একজন অধিনায়ক। তামিম বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন তো? তিনি আশা যেমন দেখালেন, তেমনি উল্টো কিছুর শঙ্কাও উড়িয়ে দিলেন না।
গত মার্চে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব ছাড়ার পর অধিনায়ক করা হয় তামিমকে। কিন্তু নিয়মিত অধিনায়ক হিসেবে তার অভিষেক এখনও হয়নি। অপেক্ষার সেই প্রহর অবশেষে শেষ হচ্ছে বুধবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস করতে নামবেন দেশের সফলতম ব্যাটসম্যান।
নেতৃত্বে যদি বদল আনতে হয় বা হয়ে যায়, দলের বিশ্বকাপ পরিকল্পনাও তাতে বাধাগ্রস্থ হওয়ার কথা। নতুন অধ্যায় শুরুর আগে সংবাদ সম্মেলনে শঙ্কা-সম্ভাবনার দুটি ছবিই তুলে ধরলেন তামিম।
“ধারাবাহিকতা দলের জন্যই ভালো। আমি মনে করি, যদি আমি ভালো করি, দল ভালো করে, তাহলে ২০২৩ বিশ্বকাপে আমার অধিনায়কত্ব করতে না পারার কোনো কারণ দেখি না। আরেকটা ব্যাপার হচ্ছে, উপভোগ করা। এমন হতে পারে, আমি ভালো করছি না কিংবা হতে পারে, দল ভালো করছে কিন্তু আমি উপভোগ করছি না, তখন ব্যাপারটা ভিন্ন হতে পারে। এই মুহূর্তে আমি খুব রোমাঞ্চিত। সামনের ম্যাচ, সামনের সিরিজের দিকে মনোযোগ দিচ্ছি। কী হবে, সময়ই এটা বলে দিবে।”
নেতৃত্বের পথে এগিয়ে চলায় অসংখ্য চ্যালেঞ্জ তামিমের সামনে আসবে। একটি বড় চ্যালেঞ্জ হবে, মাশরাফির সাফল্যের পুনরাবৃত্তি করা, ভালো হোক বা মন্দ, নিত্য তুলনার সঙ্গে মানিয়ে নেওয়া। মাশরাফির ছায়া থেকে দলকে বের করে নিজের ছাপ রাখা। তামিম সেটা করতে চান নিজের মতো করেই।
“অনেক বড় একটা ঘাটতি পূরণ করতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই (মাশরাফি না থাকায়)। মাশরাফি ভাই বাংলাদেশের জন্য যা করেছেন, তা অবিশ্বাস্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে পারি, সেভাবেই দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব।”
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’