অনুশীলনের ঘাটতি পূরণে কোচের চাওয়া

লাল বলের ক্রিকেটের মাঝেই থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সেখানে বাংলাদেশ প্রস্তুতি সারবে স্রেফ কয়েকটা অনুশীলন সেশন দিয়ে, যা আদর্শ মনে হচ্ছে না রাসেল ডমিঙ্গোর। তাই অনুশীলন সেশনের সময় বাড়িয়ে কমাতে চাইছেন ঘাটতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 02:51 PM
Updated : 18 Jan 2021, 03:27 PM

ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। ২৫ জানুয়ারির পরের সময়টুকু ঠিকঠাক কাজে লাগিয়ে সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো।

“ওয়েস্ট ইন্ডিজ একটা ফ্যাসিলিটি ব্যবহার করবে। তাই আমরা পাঁচ-ছয় দিন মাঠে লম্বা সময় অনুশীলন করতে পারব। এ নিয়ে আমরা এরই মধ্যে কথা বলেছি। আমরা জানি, এটা আদর্শ নয়।”

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯ জানুয়ারি শুরু হবে ক্যারিবিয়ানদের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। লম্বা সময় খেলার বাইরে থাকা কয়েক জন খেলোয়াড়কে সেখানে ঝালিয়ে নেওয়ার কথা ভাবছেন ডমিঙ্গো।

“আমরা কয়েক জনকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পাঠাব। সাইফ হাসান এবং সাদমান ইসলাম থাকতে পারে, সঙ্গে এক-দুইজন পেসার যাদের খেলা প্রয়োজন বলে আমরা মনে করব।”