সাকিবের ‘বেটার পারফরম্যান্সের’ অপেক্ষায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2021 08:40 PM BdST Updated: 16 Jan 2021 08:40 PM BdST
-
অনুশীলনে সাকিব আল হাসান।
অবিশ্বাস্য এক বিশ্বকাপ কাটানোর পর থেকে সাকিব আল হাসানের খেলা হয়নি আন্তর্জাতিক ম্যাচ। নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেও ছিলেন ছন্দের খোঁজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবকে স্বরূপে দেখার আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দেশসেরা অলরাউন্ডারের কাছে প্রত্যাশা খুব ভালো পারফরম্যান্স।
জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে ছিলেন মাঠের বাইরে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সাকিবের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচ খেলে কেবল ১১০ রান করতে পারেন ১২.২২ গড়ে। বল হাতে উইকেট ছিল ৬টি।
ঘরোয়া ক্রিকেটেই নিজেকে মেলে ধরতে পারেননি, আন্তর্জাতিক ক্রিকেটে যে সেটা আরও কঠিন হবে, জানেন সাকিব। কঠিন বাস্তবতা মেনেই নিজের সেরা ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন মিনহাজুল। শনিবার দল ঘোষণার পর বিশ্বসেরা অলরাউন্ডারদের একজনকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান তিনি।
“অবশ্যই নাম্বার ওয়ান অলরাউন্ডার দলের সাথে আছে। এই অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করতে পারবে এবং দলের জন্য এটা একটা বুস্ট আপ। আমরা মনে করি, ও নিজেও একদম রিফ্রেশ হয়ে শুরু করছে। ওর কাছে আমরা অনেক অনেক বেটার পারফরম্যান্স আশা করি।”
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে দিয়ে ফিরতে যাচ্ছেন সাকিব। তার ফেরার ম্যাচ আগামী বুধবার।
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা