করোনাভাইরাস: ফের স্থগিত আয়ারল্যান্ড-আমিরাত ম্যাচ

সংযুক্ত আরব আমিরাত দলের আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো স্থগিত হলো আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 10:21 AM
Updated : 12 Jan 2021, 10:21 AM

এক বিবৃতি দিয়ে সোমবার বিষয়টি নিশ্চিত করে আমিরাত ক্রিকেট বোর্ড। এই ম্যাচের নতুন সূচি সম্পর্কে এখনও কিছু জানায়নি তারা।

দুই দলের দ্বিতীয় ওয়ানডে মূলত হওয়ার কথা ছিল গত রোববার। কিন্তু আমিরাত দলের আলিশান শরাফু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

পরিবর্তিত সূচিতে মঙ্গলবারের ম্যাচটি হয়ে যায় দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের আগেই আমিরাতের সব ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষায় একজনের পজিটিভ আসে।

নতুন আক্রান্তের নাম জানানো হয়নি। শরাফু, চিরাগ সুরি ও আরিয়ান লাকরাসহ এনিয়ে দলটির মোট চার জন করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হলেন।

এখন আমিরাত দলকে বাড়তি সময়ের জন্য আইসোলেশনে থাকতে হবে। যার প্রভাব পড়তে পারে সিরিজের বাকি থাকা তিন ম্যাচ হওয়ার ওপর। আগামী ২১ জানুয়ারি থেকে আবার শুরু হবে আয়ারল্যান্ড-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে আমিরাত। সূচি অনুযায়ী পরের দুই ম্যাচ আগামী বৃহস্পতি ও শনিবার।