আয়ারল্যান্ড দলে ফিরলেন গেটকেট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 11:07 PM BdST Updated: 11 Jan 2021 11:07 PM BdST
-
আয়ারল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার শেন গেটকেট। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আয়ারল্যান্ড দলে ফিরেছেন শেন গেটকেট। চোটে ছিটকে পড়া ডেভিড ডেলানির বদলি হিসেবে এসেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
বিবৃতি দিয়ে সোমবার গেটকেটকে দলে যোগ করার কথা জানায় ক্রিকেট আয়ারল্যান্ড। নেট বোলার হিসেবে ডাকা হয়েছে কনর ওলফার্টকে।
ওয়ানডে অভিষেক হওয়ার পথে ছিলেন ডেলানি। কিন্তু গত সপ্তাহে বাঁ হাটুর ব্যথায় দেশে ফিরে গেছেন এই পেসার। ২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।
আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র্যানকিন ও জর্জ ডকরেল।
এরই মধ্যে আমিরাতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে চার ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে আয়ারল্যান্ড।
আগামী মঙ্গলবার দ্বিতীয় ও বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে হবে। চতুর্থ ও শেষ ওয়ানডে শনিবার।
আয়ারল্যান্ড দল: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং, শেন গেটটেক।
-
আরও ‘৫-১০ ভাগ’ ভালো হতে সাকিবের তাড়না
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব