মেজাজ হারানো পেইনের শাস্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 09:47 PM BdST Updated: 11 Jan 2021 02:55 AM BdST
-
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। ছবি: আইসিসি।
সিডনি টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় শাস্তি পেয়েছেন টিম পেইন। অস্ট্রেলিয়া অধিনায়কের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।
একটি রিভিউয়ের সিদ্ধান্ত নিয়ে মেজাজ হারিয়ে ফেলেন পেইন। ঘটনাটি ঘটে ম্যাচের তৃতীয় দিন, গত শনিবার ভারতের ইনিংসের ৫৬তম ওভারে।
ন্যাথান লায়নের বলে শর্ট লেগে চেতেশ্বর পুজারার ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন পেইন। পরে টিভি আম্পায়ারও আউট দেওয়ার মতো প্রমাণ না পাওয়ায় অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
যা মেনে নিতে পারেননি পেইন। আম্পায়ার পল উইলসনের কাছে প্রতিবাদ করেন অস্ট্রেলিয়ান এই কিপার ব্যাটসম্যান।
অভিযোগ মেনে নেন পেইন। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। তাকে জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ২৪ মাসে এটা অস্ট্রেলিয়া অধিনায়কের প্রথম বিধি লঙ্ঘন।
-
আরও ‘৫-১০ ভাগ’ ভালো হতে সাকিবের তাড়না
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- তামিমকে ছাড়িয়ে সাকিব