কামিন্সের দাপটে বিপদে ভারত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2021 02:19 PM BdST Updated: 09 Jan 2021 03:18 PM BdST
-
৪ উইকেট নেওয়া প্যাট কামিন্সকে ঘিরে সতীর্থদের উল্লাস।
-
অপরাজিত থেকে মাঠ ছাড়া স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।
তিন বিভাগেই নিজেদের মেলে ধরে সিডনি টেস্টে নিয়ন্ত্রণ অনেকটাই মুঠোয় নিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দারুণ বোলিংয়ে নিয়েছে প্রায় শতরানের লিড। প্রথম ইনিংসের দুই নায়ক স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন জমে গেছেন ক্রিজে। চোটে জেরবার ভারতকে বড় লক্ষ্য দেওয়ার পথে এগিয়ে গেছে টিম পেইনের দল।
তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। স্বাগতিকরা এগিয়ে ১৯৭ রানে। লাবুশেন ৪৭ ও স্মিথ ২৯ রানে ব্যাট করছেন।
এক সময়ে ভারতের স্কোর ছিল ১৯৫/৪। শেষ ৬ উইকেট মাত্র ৪৯ রানে হারিয়ে তারা গুটিয়ে যায় ২৪৪ রানে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার কামিন্স ২৯ রানে নেন ৪ উইকেট। দুর্দান্ত ফিল্ডিংয়ে তিনটি রান আউট করেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। টেস্টে এক যুগের মধ্যে প্রথমবারের মতো এক ইনিংসে রান আউট হলেন ভারতের তিন ব্যাটসম্যান।
ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ফিল্ডিংয়ে নামতে পারেননি রিশাব পান্ত ও রবীন্দ্র জাদেজা। রিশাবের জায়গায় উইকেটের পেছনে দাঁড়ানো ঋদ্ধিমান সাহা চমৎকার এক ক্যাচে বিদায় করেন উইল পুকোভস্কিকে। মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে খুব বেশি কিছু করার ছিল না অভিষিক্ত ওপেনারের।
চোট কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় দিনে এটাই সফরকারীদের সবশেষ সাফল্য। লাবুশেন ও স্মিথকে দিনের বাকি সময়ে বিচ্ছিন্ন করতে পারেনি তারা।
প্রথম ইনিংসে ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়া লাবুশেন এবারও
খেলছেন আস্থার সঙ্গে। সেই ইনিংসের সেঞ্চুরিয়ান স্মিথ থিতু হয়ে গেছেন উইকেটে। সফরকারী
বোলাররা খুব একটা ভাবাতে পারেননি তাদের। এরই মধ্যে ৬৮ রানের জুটি গড়েছেন তারা।

অপরাজিত থেকে মাঠ ছাড়া স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।
ঝূঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে ফিরেন হনুমা বিহারি। মিড অফে জশ হেইজেলউডের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। ডান দিকে ঝাঁপিয়ে বল মুঠোয় নিয়ে মাটিতে পড়তে পড়তে চমৎকার থ্রোয়ে ভেঙে দেন স্টাম্প।
দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা চেতেশ্বর পুজারা ও পান্তের ব্যাটে সামাল দিচ্ছিল ভারত। জমে গিয়েছিল দুই ব্যাটসম্যানের জুটি। হেইজেলউডকে পুল করতে চেয়েছিলেন পান্ত, প্রত্যাশার চেয়ে কম বাউন্স করা বল আঘাত হানে হাতে। এরপর খুব একটা স্বচ্ছন্ন ছিলেন না কিপার-ব্যাটসম্যান। পরে হেইজেলউডের বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ৩৬ রান করে।
৫৩ রানের জুটি ভাঙার পর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি ভারত। দ্বিতীয় নতুন বল ঠিকঠাক সামলাতে পারেনি দলটি।
পান্তের বিদায়ের পরপরই কামিন্স ফিরিয়ে দেন পুজারাকে। ১৭৪ বলে ফিফটি স্পর্শ করা এই টপ অর্ডার ব্যাটসম্যান ৫ চারে করেন ৫০। রবিচন্দ্রন অশ্বিনের পর রান আউট হয়ে যান জাসপ্রিত বুমরাহ।
অপরাজিত ২৮ রানের ইনিংসে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে যান জাদেজা। এই ইনিংস খেলার পথেই আঙুলে চোট পান তিনি। প্রথম ইনিংসের সফলতম বোলারকে আর মাঠে পায়নি ভারত।
সিরাজকে কট বিহাইন্ড করে দলকে ৯৪ রানের লিড এনে দেন কামিন্স। নিখুঁত লাইন-লেংথে
বোলিং করা এই পেসারকে সামলানোর পথ যেন জানা ছিল না ভারতীয় ব্যাটসম্যানদের।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮
ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ৯৬/২) ১০০.৪ ওভারে ২৪৪ (পুজারা ৫০, রাহানে ২২, বিহারি ৪, পান্ত ৩৬, জাদেজা ২৮*, অশ্বিন ১০, সাইনি ৩, বুমরাহ ০, সিরাজ ৬*; স্টার্ক ১৯-৭-৬১-১, হেইজেলউড ২১-১০-৪৩-২, কামিন্স ২১.৪-১০-২৯-৪, লায়ন ৩১-৮-৮৭-০, লাবুশেন ৩-০-১১-০, গ্রিন ৫-২-১১-০)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৯ ওভারে ১০৩/২ (ওয়ার্নার ১৩, পুকোভস্কি ১০, লাবুশেন ৪৭*, স্মিথ ২৯*; বুমরাহ ৮-১-২৬-০, সিরাজ ৮-২-২০-১, সাইনি ৭-১-২৮-০, অশ্বিন ৬-০-২৮-১)।
-
আরও ‘৫-১০ ভাগ’ ভালো হতে সাকিবের তাড়না
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- তামিমকে ছাড়িয়ে সাকিব