আবারও অ্যাকশন শুধরে দনাঞ্জয়ার ‘মুক্তি’

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বোলিংয়ের অনুমতি পেলেন আকিলা দনাঞ্জয়া। অ্যাকশনের বৈধতার পরীক্ষায় উতরে গেছেন শ্রীলঙ্কার এই স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 03:37 PM
Updated : 8 Jan 2021, 03:37 PM

২৭ বছর বয়সী দনাঞ্জয়াকে বোলিংয়ে ফেরার অনুমতি দেওয়ার কথা শুক্রবার এক বিবৃতিতে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া ভিডিও ফুটেজের মাধ্যমে দনাঞ্জয়ার বোলিং অ্যাকশন যাচাই করেছে আইসিসির এক্সপার্ট প্যানেল। পরে তারা জানায়, আইসিসির নিয়ম অনুযায়ী কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির ভেতরেই থাকছে।

২০১৮ সালের নভেম্বরে প্রথম দনাঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার পর তার বোলিং নিষিদ্ধ করেছিল আইসিসি। দুই মাসের মধ্যে অ্যাকশন শুধরে বোলিংয়ে ফিরেছিলেন তিনি।

পরের বছরের অগাস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে দনাঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে আবারও অভিযোগ ওঠে। পরে অবৈধ অ্যাকশন প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

কদিন পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া দুই ম্যাচের সিরিজটির দলে থাকার পথ খুলে গেল দনাঞ্জয়ার।