বারবার স্মিথের রান আউট দেখবেন জাদেজা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2021 07:14 PM BdST Updated: 08 Jan 2021 07:14 PM BdST
-
সিডনি টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি সরাসরি থ্রোয়ে সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথকে রান আউট করেন রবীন্দ্র জাদেজা। ছবি: আইসিসি
দারুণ বোলিংয়ে নেওয়া চার উইকেটের চেয়েও স্টিভেন স্মিথের রান আউট বেশি দাগ কেটেছে রবীন্দ্র জাদেজার মনে। এতটাই যে, স্মিথের আউটের দৃশ্য বারবার দেখতে চান ভারতের এই অলরাউন্ডার।
২৭তম সেঞ্চুরিতে পৌঁছানোর পর দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন স্মিথ। স্ট্রাইক ধরে রাখতে দ্রুত একটি রান নিতে গিয়ে জাদেজার বুলেট গতির থ্রোয়ে হয়ে যান রান আউট। এরই সঙ্গে ৩৩৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
ফিল্ডিংয়ে বরাবরই দুর্দান্ত জাদেজা। চমৎকার অনেক ক্যাচ, রান আউট আছে তার ঝুলিতে। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এই অলরাউন্ডার জানান, স্মিথের রান আউট এখন থেকে তার সবচেয়ে প্রিয় রান আউট।
“আমার সেরা প্রচেষ্টাগুলোর একটি হিসেবে বারবার আমি এটা রিওয়াইন্ড করে দেখব। ৩০ গজের বাইরে থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্পে লাগানো। এটা আমার প্রিয় ও সেরা রান আউট। ইনিংসে তিন কিংবা চার উইকেট পাওয়া দারুণ। কিন্তু স্মিথের রান আউট আমার আজীবন মনে থাকবে।”
“উইকেট খুব মন্থর ছিল এবং আমি কোনো টার্ন পাচ্ছিলাম না। তাই একই জায়গায় বল করে যাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাস্ট বোলারদের মতো আমিও ভালো জায়গায় বল করার চেষ্টা করছিলাম। বেশি রান না দেওয়া আর ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করা ছিল আমার পরিকল্পনা। স্মিথের ব্যাপারে ভাবনা ছিল তাকে সহজ রান না দেওয়া।”
তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৯৬/২। ২৪২ রানে পিছিয়ে রয়েছে দলটি। অজিঙ্কা রাহানে ৫ ও চেতেশ্বর পুজারা ৯ রানে ব্যাট করছেন।
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা