সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন স্মিথ ৭৫ টেস্টে ২৬ সেঞ্চুরি ও ২৯ ফিফটিতে রান করেছেন সাত হাজারের ওপরে, ব্যাটিং গড় ৬১.৯৭! কিন্তু ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে তিনি যেতে পারেননি দুই অঙ্কের ঘরেও। অ্যাডিলেইড ও মেলবোর্ন টেস্টে তার রান ১, অপরাজিত ১, ০ ও ৮।
নিজের এমন ব্যর্থতা স্মিথ নিশ্চয় মেনে নিতে পারছেন না বলে মনে করেন মুডি। খারাপ সময় পেছনে ফেলে তৃতীয় টেস্টেই ডান হাতি এই ব্যাটসম্যান বড় ইনিংস খেলবে, ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে আশা প্রকাশ করেন মুডি।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান টম মুডি। ছবি: বিসিসিআই।
বিরাট কোহলি, কেন উইলিয়ামসনের সঙ্গে সময়ের সেরা ব্যাটসম্যানের আলোচনায় সবসময় থাকেন স্মিথ। মুডি মনে করেন, অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানও উপভোগ করেন সেটি। অন্তত সেজন্য হলেও স্বরূপে ফিরতে মরিয়া থাকবে সে।
“উইলিয়ামসন, কোহলি ও স্মিথকে নিয়ে সবসময় আলোচনা হয়। তাই সে নিশ্চয়ই চাইবে, সেরার প্রশ্নে আলোচনায় থাকতে।”
আগামী বৃহস্পতিবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। চার ম্যাচের সিরিজে ১-১ সমতায় দুই দল।