‘খাঁচাবন্দি সিংহ’ স্মিথ ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2021 10:56 PM BdST Updated: 08 Jan 2021 04:48 PM BdST
-
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।
-
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান টম মুডি। ছবি: বিসিসিআই।
টানা দুই টেস্টে ব্যর্থ স্টিভেন স্মিথ যে এখন রানের জন্য প্রচণ্ড ক্ষুধার্ত, উপলব্ধি করতে পারছেন টম মুডি। উত্তরসূরিকে ‘খাঁচাবন্দি’ সিংহের সঙ্গে তুলনা করেছেন তিনি। সাবেক এই অলরাউন্ডারের মতে, বড় ইনিংস খেলার সময় হয়ে গেছে স্মিথের।
সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন স্মিথ ৭৫ টেস্টে ২৬ সেঞ্চুরি ও ২৯ ফিফটিতে রান করেছেন সাত হাজারের ওপরে, ব্যাটিং গড় ৬১.৯৭! কিন্তু ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে তিনি যেতে পারেননি দুই অঙ্কের ঘরেও। অ্যাডিলেইড ও মেলবোর্ন টেস্টে তার রান ১, অপরাজিত ১, ০ ও ৮।
নিজের এমন ব্যর্থতা স্মিথ নিশ্চয় মেনে নিতে পারছেন না বলে মনে করেন মুডি। খারাপ সময় পেছনে ফেলে তৃতীয় টেস্টেই ডান হাতি এই ব্যাটসম্যান বড় ইনিংস খেলবে, ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে আশা প্রকাশ করেন মুডি।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান টম মুডি। ছবি: বিসিসিআই।
বিরাট কোহলি, কেন উইলিয়ামসনের সঙ্গে সময়ের সেরা ব্যাটসম্যানের আলোচনায় সবসময় থাকেন স্মিথ। মুডি মনে করেন, অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানও উপভোগ করেন সেটি। অন্তত সেজন্য হলেও স্বরূপে ফিরতে মরিয়া থাকবে সে।
“উইলিয়ামসন, কোহলি ও স্মিথকে নিয়ে সবসময় আলোচনা হয়। তাই সে নিশ্চয়ই চাইবে, সেরার প্রশ্নে আলোচনায় থাকতে।”
আগামী বৃহস্পতিবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। চার ম্যাচের সিরিজে ১-১ সমতায় দুই দল।
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা