মাঠে নামার আগেই সিরিজ শেষ রাহুলের

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে স্রেফ দর্শক হয়েই ছিলেন লোকেশ রাহুল। তৃতীয় টেস্টের একাদশে তিনি ছিলেন জোর বিবেচনায়, কিন্তু পরের দুই টেস্টেও তার খেলা হচ্ছে না। কবজির চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 04:38 AM
Updated : 5 Jan 2021, 04:38 AM

মেলবোর্নে গত শনিবার ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতের কবজিতে চোট পান রাহুল। বিসিসিআই মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেরে উঠতে সপ্তাহ তিনেক সময় লাগবে তার।

২৮ বছর বয়সী ব্যাটসম্যান এখন দেশে ফিরবেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে তার পুনর্বাসন চলবে।

চোটের কারণে এই সিরিজে ভারত শুরু থেকেই পায়নি সবচেয়ে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে। চোট নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে গেছেন আরও দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব। এছাড়াও ছুটি পেয়ে প্রথম টেস্টের পর দেশে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি।