বিচিত্র চোটে ছিটকে গেলেন প্যাটিনসন

চোট-আঘাত নতুন কিছু নয় জেমস প্যাটিনসনের জন্য। অসংখ্য চোটের সঙ্গে লড়াই করেই তিনি এগিয়ে নিচ্ছেন ক্যারিয়ার। তবে এবার যে অভিজ্ঞতা হলো, এমন কিছু সম্ভবত হয়নি আগে। মাঠের বাইরে উদ্ভট এক চোট পেয়ে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ছিটকে গেলেন ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 03:56 AM
Updated : 4 Jan 2021, 03:56 AM

বক্সিং ডে টেস্টের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ছুটি দেওয়া হয় কয়েকদিনের জন্য। এই মুক্ত জীবনেই বিপত্তি বাধিয়েছেন প্যাটিনসন। নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন পাঁজরে।

অস্ট্রেলিয়ার জন্য খুব বড় ধাক্কা অবশ্য এটি নয়। প্রথম দুই টেস্টে একাদশের বাইরেই ছিলেন প্যাটিনসন। মূল তিন পেসার মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের মধ্যে কেউ কোনো কারণে খেলতে না পারলেই কেবল সুযোগ মিলত প্যাটিনসনের।

প্যাটিনসন ছিটকে গেলেও আপাতত দলে নতুন কাউকে যুক্ত করছে না অস্ট্রেলিয়া। রিজার্ভ পেসার হিসেবে আগে থেকেই দলে আছেন শন অ্যাবট ও মাইকেল নিসার। চতুর্থ টেস্টের আগে আবার প্যাটিনসনের চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে।

সিডনিতে বৃহস্পতিবার থেকে শুরু অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট, চতুর্থ টেস্ট ১৫ জানুয়ারি থেকে। সিরিজে এখন ১-১ সমতা।