করোনাভাইরাস: জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেট স্থগিত

জিম্বাবুয়েতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এর প্রভাব পড়ল দেশটির ক্রিকেটে। সাময়িকভাবে সেখানে স্থগিত করা হয়েছে সব ধরনের ক্রিকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 05:34 PM
Updated : 3 Jan 2021, 05:42 PM

এই সিদ্ধান্তের কথা রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পাওয়ায় জিম্বাবুয়েতে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

আগামী সোমবার থেকে শুরু হওয়ার কথা জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আপাতত সেটিও মাঠে গড়াচ্ছে না।

গত নভেম্বরে পাকিস্তান সফর করে এসেছে জিম্বাবুয়ে দল। সেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। কিন্তু মহামারীর প্রাদুর্ভাবের পর ঘরের মাঠে তারা খেলতে পারেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ।

গত অগাস্টে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল আফগানিস্তানের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যায় সেটি। ওই মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের যাওয়ার কথা ছিল দেশটিতে। সেই সিরিজও বাতিল হয়ে গেছে।