ফিল্ডিং করতে পারলে খেলবেন ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2021 05:37 PM BdST Updated: 02 Jan 2021 05:37 PM BdST
-
অনুশীলনে ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।
দলে ফিরলেও ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা নিশ্চিত নয় ডেভিড ওয়ার্নারের। বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, ফিল্ডিং করতে পারার ওপর নির্ভর করছে তার মাঠে ফেরা।
কুঁচকির চোটে সিরিজের প্রথম দুই টেস্ট খেলতে পারেননি ওয়ার্নার। নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান নিশ্চিত নন, ম্যাচ শুরুর আগে শতভাগ ফিট হতে পারবেন কি না।
চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায়। আগামী বৃহস্পতিবার শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট। ঘরের মাঠ সিডনিতে খেলতে মুখিয়ে আছেন ওয়ার্নার। শনি ও রোববারের অনুশীলনে পরখ করে নিতে চান নিজেকে। জানালেন, ফিল্ডিংয়ে কতটা স্বচ্ছন্দ এর ওপর নির্ভর করছে তার খেলা।
“আমি মনে করি, এটা (ফিল্ডিং) পুরোটাই স্মার্টনেসের ব্যাপার। যদি অনুভব করি, নিজের কাজ করতে পারছি…মাঠে কোনো সমস্যা হচ্ছে না…আমার মনে হয়, এর ওপর নির্ভর করছে আমার খেলা, না খেলা।”
“জানি, রানিং বিটুইন দা উইকেটের কাজ চালিয়ে নিতে পারব এবং আমার যে শট আছে সেগুলোও খেলতে পারব। ডানের ও বাঁয়ের বল ধরার আমার যে সামর্থ্য আছে, সেটা করতে পারব কিনা… সেই সুযোগগুলো কাজে লাগাতে আমাকে আরও ক্ষিপ্র হতে হবে।”
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়