আইসিসির ক্যাপ অস্ট্রেলিয়ার মতো, স্টোকসের টিপ্পনি

আইসিসির দশকসেরা টেস্ট ও ওয়ানডে একাদশের দুটিতেই জায়গা পাওয়া চাট্টিখানি কথা নয়। বেন স্টোকস গর্বিত নিজের এই অর্জনে। তবে দশকসেরা দুই দলের ক্যাপ হাতে পাওয়ার পর একটু ভ্রু কুঁচকে গেল এই ইংলিশ অলরাউন্ডারের। দশকসেরা টেস্ট দলের ক্যাপ যে অনেকটাই ইংলিশদের চিরশত্রু অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপের মতো!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2021, 07:33 AM
Updated : 1 Jan 2021, 07:33 AM

ক্যাপ দুটি মাথায় পরে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্টোকস। সঙ্গে লিখেছেন, “দুটি ক্যাপই পেয়ে দারুণ গর্বিত। তবে একটি ক্যাপকে ঠিক উপযুক্ত মনে হচ্ছে না, এটা একটু ব্যাগি আর সবুজ। ধন্যবাদ আইসিসি।”

স্টোকসের পোস্ট করা ছবিতেও দশকসেরার টেস্ট ক্যাপকে একদম অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিনের মতোই মনে হচ্ছে। ওয়ানডের দশকসেরার ক্যাপ নিয়ে অবশ্য এরকম কিছু ভাবার অবকাশ নেই। এটিও অনেকটা ব্যাগি, তবে রঙ নীল।

দশকসেরা ওয়ানডে ক্যাপ নিয়ে অভিযোগ নেই স্টোকসের। ছবি : বেন স্টোকসের ইনস্টাগ্রাম।

আইসিসি স্টোকসের পোস্টের মজার দিকটিই দেখেছে। হাসির ইমো দিয়ে তারা জবাব দিয়েছে, “দুঃখিত স্টোকস।”

আইসিসির দশকসেরা টেস্ট ও ওয়ানডে দলের দুটিতেই জায়গা পেয়েছেন স্টোকস ছাড়া আর কেবল ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি। আর দশকসেরা টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি, তিন দলেই জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার কোহলি।