অস্ট্রেলিয়া দলে ফিরলেন ওয়ার্নার, বাদ বার্নস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2020 03:22 PM BdST Updated: 30 Dec 2020 04:09 PM BdST
-
ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের দলে ফিরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন জো বার্নস।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বুধবার চার ম্যাচ সিরিজের বাকি দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবটও আছেন এই দলে।
কুঁচকির চোটে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলতে পারেননি ওয়ার্নার। অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন পুকোভস্কি। পায়ের চোটে ভুগছিলেন অ্যাবট। এবার তিন জনকেই পাচ্ছে অস্ট্রেলিয়া।
ওপেনার বার্নস দুই টেস্ট খেলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। অ্যাডিলেইডে জেতা টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৮ ও অপরাজিত ৫১। মেলবোর্নে হারা টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যানের রান ০ ও ৪।
১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ৭ জানুয়ারি, সিডনিতে। চতুর্থ ও শেষ টেস্ট শুরু ১৫ জানুয়ারি, ব্রিজবেনে।
শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, মোইজেস হেনরিকস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়