নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রিড আর নেই

চলে গেলেন নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জন রিড। ক্রাইস্টচার্চে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 01:20 PM
Updated : 29 Dec 2020, 01:20 PM

নিউ জিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে রিডের মৃত্যুর খবর জানায়।

১৯৭৯ থেকে ১৯৮৬ পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে ৪৬.২৮ গড়ে ৬ সেঞ্চুরিতে করেন ১ হাজার ২৯৬ রান। ওয়ানডেতে তার রান ৬৩৩।

বাঁহাতি এই ব্যাটসম্যানের স্মরণীয় পারফরম্যান্স ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে। দলের প্রথম ইনিংসে ১০৮ রানের ইনিংস খেলার পথে তিনি তৃতীয় উইকেটে মার্টিন ক্রোর সঙ্গে গড়েছিলেন ২২৪ রানের জুটি। তৃতীয় উইকেটে যা ছিল নিউ জিল্যান্ডের তখনকার রেকর্ড জুটি। সফরকারীরা ম্যাচ জিতেছিল ইনিংস ব্যবধানে।   

সব মিলিয়ে ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে রিডের রান ৫ হাজার ৬৫০। অকল্যান্ডের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে তিনি উইকেটকিপিংও করেছেন।

খেলোয়াড়ি জীবন শেষে নিউ জিল্যান্ডের ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।