অসীমের পথে ওয়ানডের প্রথম ম্যাচসেরা এডরিচ

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচ সেরা হওয়া ক্রিকেটার জন এডরিচ আর নেই। ৮৩ বছর বয়সে শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2020, 12:00 PM
Updated : 25 Dec 2020, 12:00 PM

১৯৭১ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলে ইতিহাসের প্রথম ওয়ানডে। মেলবোর্নের ওই ম্যাচে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন এডরিচ। যদিও স্বাগতিকদের বিপক্ষে হেরে গিয়েছিল ইংলিশরা, তবে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় এডরিচকে।

১৯৬৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এডরিচ ইংল্যান্ডের হয়ে ৭৭ টেস্ট ও সাত ওয়ানডে খেলেছেন। টেস্টে ৪৩.৫৪ গড়ে পাঁচ হাজার ১৩৮ ও ওয়ানডেতে ৩৭.১৬ গড়ে ২২৩ রান করেছেন তিনি।

টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি রয়েছে এডরিচের নামের পাশে। ক্যারিয়ার সেরা ৩০১ রানের অপরাজিত ইনিংসটিতে তিনি গড়েছিলেন অনন্য এক রেকর্ড, যা টিকে আছে এখনও। ১৯৬৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ইনিংসে ৫২টি চার মেরেছিলেন এডরিচ। টেস্ট ইতিহাসে এক ইনিংসে ৫০টি চারও নেই আর কারো।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করা ২৫ ব্যাটসম্যানের একজন এডরিচ। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রান (২৬৪৪) সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটসম্যান।