টেস্টে দীর্ঘ মেয়াদে নেতৃত্বে ডি ককের আপত্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2020 09:26 PM BdST Updated: 21 Dec 2020 09:26 PM BdST
ওয়ানডে, টি-টোয়েন্টির পর এখন টেস্টেও নেতৃত্বের দায়িত্ব কুইন্টন ডি ককের কাঁধে। যদিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মতে, এটা কেবল চলতি মৌসুমের জন্য। দীর্ঘ মেয়াদে লাল বলের অধিনায়কত্ব করতে চান না এই কিপার-ব্যাটসম্যানও। স্থায়ীভাবে কারো হাতে দায়িত্ব তুলে দেওয়ার অপেক্ষায় আছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ফাফ দু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ‘যোগ্য’ কাউকে খুঁজে পায়নি সিএসএ। তাই এতদিন নতুন কাউকে দায়িত্বও দেয়নি তারা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আসছে টেস্ট সিরিজের দল ঘোষণার সময় ডি ককের ওপরই শেষ পর্যন্ত আস্থা রাখে বোর্ড।
অবশ্য ২০২০-২১ মৌসুমে তুলনামূলক কম টেস্টের সূচির কথা ভেবে তাকে এই দায়িত্ব দেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। এই গ্রীষ্মে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে দলটি।
ডি কক জানান, দলের বর্তমান অবস্থার কথা চিন্তা করেই বাড়তি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।
“আমাদের এখনকার পরিস্থিতি সম্পর্কে নির্বাচকরা যখন আমাকে বলল, আমি বুঝতে পেরেছিলাম তারা কিসের মধ্যে আছে। অবশ্যই, আমি এটা (টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব) তাৎক্ষণিক গ্রহণ করিনি। ভেবেছি ও বুঝতে পেরেছি যে, এটা কেবল কিছুদিনের জন্য। দীর্ঘ মেয়াদী নয়, এই কারণেই (রাজি হয়েছি)।”
“এটা কেবল ততক্ষণের জন্য, যতক্ষণ না আমরা একজনকে পাই, যে এগিয়ে আসবে এবং দায়িত্ব নিবে। নির্বাচকরা দীর্ঘ সময়ের জন্য একজন অধিনায়ক খুঁজছে। আমি এটা করতে পারব না। আমার এমনিতেই অনেক দায়িত্ব, তবে আমি খুশি অধিনায়কত্ব করতে পেরে।”
-
মুশফিক ১৭৫*, বাংলাদেশ ৩৬৫
-
ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু
-
৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
-
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সাতের সেরা লিটন
-
মুমিনুলের রানে ফেরার দোয়া করছেন বিসিবি সভাপতি
-
নিচের দিকে ব্যাট করাই লিটনের জন্য ভালো মনে করেন ডমিঙ্গো
-
লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
-
ব্যাটিংয়ে ব্যর্থ শারমিন, সালমার ২ উইকেট
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু