মাশরাফিকে পেয়ে ‘ভাগ্যবান’ মাহমুদউল্লাহরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2020 05:48 PM BdST Updated: 17 Dec 2020 11:11 PM BdST
বল হাতে চেনা কার্যকারিতা, ড্রেসিং রুমকে বরাবরের মতো উজ্জীবিত করে তোলা, মাঠের ভেতরে-বাইরে দীর্ঘ অভিজ্ঞতা আর প্রয়োজনের সময় অধিনায়ককে পরামর্শ দেওয়া-জেমকন খুলনায় এই সবকিছুর প্যাকেজ যেন মাশরাফি বিন মুর্তজা। এমন একজনকে দলে পেয়ে উচ্ছ্বসিত খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।
হ্যামস্ট্রিং চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ছিল না মাশরাফির নাম। তখনই বলা হয়েছিল, টুর্নামেন্ট চলার সময় তিনি ফিট হয়ে উঠলে তাকে দলে নেওয়ার সুযোগ থাকবে। পরে ফিট হয়ে বিসিবির ফিটনেস পরীক্ষায় উতরে যান অভিজ্ঞ এই পেসার। চারটি দল তাকে নিতে আগ্রহ দেখানোর পর লটারিতে তাকে পায় খুলনা।
কেন তাকে নিতে কাড়াকাড়ি, সেটি এর মধ্যেই দেখিয়েছেন মাশরাফি। দীর্ঘ প্রায় ৯ মাস পর মাঠে ফিরেও প্রথম দুই ম্যাচে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট নেন একটি করে। পরে প্রথম কোয়ালিফায়ারে তিনিই জয়ের মূল নায়ক, টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে ফাইনালে তোলেন খুলনাকে।
গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে শুক্রবারের ফাইনালে যথারীতি নজর থাকবে মাশরাফির ওপর। মাহমুদউল্লাহ বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে বললেন, তার ও দলের বড় ভরসার জায়গা মাশরাফি।
“কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। ড্রেসিংরুম এবং বাইরেও আমরা অনেক আলাপ আলোচনা করি, কারণ তিনি দারুণ অভিজ্ঞ। উনার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি, এমনকি আমার জন্যও অনেকটা সহায়ক হয়।”
“এসব কারণে আমি সবসময় মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলি, অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তিনি আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএল ট্রফি উনার নেতৃত্বে, চারটা ফাইনাল খেলেছেন। উনার অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেটা আমাদের দলের জন্য অনেক লাভজনক হয়েছে। আমরা এজন্য ভাগ্যবান।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের